Windows 11 / Windows 10 - 100% CPU Usage Fix

Windows 11 / Windows 10 - High CPU Usage (100% Working Fix)

আমরা অনেকেই ৫ / ৬ বছর আগের পুরোনো ডিভাইস ইউজ করি যেগুলোর সিপিইউ খুবিই দূর্বল, এজন্য সাম্প্রতিক সময়ের সাধারণ মানের একটা সফটওয়্যার ইউজ করতে গেলেও সিপিইউ ইউজেস হাই হয়ে যায়, এই সমস্যার সমাধান দিচ্ছি, যেভাবে যা যা বলছি সেভাবে করেন, সমস্যা ১০০% সমাধান হয়ে যাবে:

পিসি চালু থাকা অবস্থায় Windows Key + X একসাথে চাপুন।

এবার যেই পপ আপ মেনু অন হবে সেখান থেকে Windows 10 user রা Powershell (Admin) এ ক্লিক দিবেন /  Windows 11 user রা Terminal (Admin) এ ক্লিক দিবেন। এবার নতুন একটা উইন্ডো অন হবে (Powershell অথবা Terminal ) এবং সেখানে দেখবেন কার্সর ব্লিংক করছে টাইপ করার সময় যেমন থাকে সেরকমই। এবার নিচের টেক্সট টা Copy করে paste করেন সেখানে : 

PowerCfg /SETACVALUEINDEX SCHEME_CURRENT SUB_PROCESSOR IDLEDISABLE 000

এবার Enter চাপুন। এবার নিচের টেক্সট টা Copy করে paste করেন সেখানে : 

PowerCfg /SETACTIVE SCHEME_CURRENT

এবার Enter চাপুন। ব্যাস, কাজ হয়ে গেছে, চেক করার জন্য task manager চালু করে cpu usage চেক করলেই দেখবেন একদম কমে গেছে। (Ctrl+Alt+Delete বাটন একসাথে চাপলে Task manager অপশন পেয়ে যাবেন, অথবা Taskbar এ রাইট ক্লিক করেও Task Manager চালু করতে পারবেন)।

Reverse Process to roll back Windows 11 / Windows 10 - High CPU Usage

হাই সিপিইউ ইউজেস ফিক্স থেকে কিভাবে আগের অবস্থায় রোল ব্যাক করা যাবে?

পিসি চালু থাকা অবস্থায় Windows Key + X একসাথে চাপুন।

এবার যেই পপ আপ মেনু অন হবে সেখান থেকে Windows 10 user রা Powershell (Admin) এ ক্লিক দিবেন /  Windows 11 user রা Terminal (Admin) এ ক্লিক দিবেন। এবার নতুন একটা উইন্ডো অন হবে ( Powershell অথবা Terminal ) এবং সেখানে দেখবেন কার্সর ব্লিংক করছে টাইপ করার সময় যেমন থাকে সেরকমই। এবার নিচের টেক্সট টা Copy করে paste করেন সেখানে : 

PowerCfg /SETACVALUEINDEX SCHEME_CURRENT SUB_PROCESSOR IDLEDISABLE 001

এবার Enter চাপুন। এবার নিচের টেক্সট টা Copy করে paste করেন সেখানে : 

PowerCfg /SETACTIVE SCHEME_CURRENT

এবার Enter চাপুন। ব্যাস, CPU আগের অবস্থায় ফিরে গেছে, চেক করার জন্য task manager চালু করে cpu usage চেক করলেই দেখবেন আগের মতোন ইউজেস হাই হয়ে আছে। পিসি রিবুট দেওয়ার প্রয়োজন নেই।

(Ctrl+Alt+Delete বাটন একসাথে চাপলে Task manager অপশন পেয়ে যাবেন, অথবা Taskbar এ রাইট ক্লিক করেও Task Manager চালু করতে পারবেন)।

Post a Comment

Previous Post Next Post