স্টুদেন্ট ফাইলের মাধ্যমে সহজে টিউশন ফি ও ব্লক এমাউন্ট পাঠানোর নিয়ম
প্রথমেই দেখে নিবেন কোন ব্যাংকে কি রকম ইউরো রেট কোথায় কম
লিংকঃ
https://docs.google.com/spreadsheets/d/17DAQDfJPWHuKrOE6lkCqkk_QQ-iV8hO7vIcXPd_njGE/edit?usp=sharing
লাস্ট ২/৩ মাস ধরে সিটি ব্যাংকেই কম ইউরো রেট এর পরে ব্র্যাক, প্রাইম , ইবিএল তুলনামূলক কাছাকাছি রেট।
আমি যে নিয়ম বলবো এটা সিটি/ প্রাইম / ব্র্যাক /ইবিএল এ সেইম নিয়ম একদম যাতে যেখানেই খুলেন সমস্যা না হয় ।
আর , আমি খুলেছি সিটি ব্যাংক থেকে বনানী ব্রাঞ্চ এ যেহেতু ইউরো রেট সিটি তেই লোয়েস্ট তাই সিটিতেই খুলা। আমি যে প্রসিডিউর বলব সেটা সব ব্যাংকেই সেইম নিয়ম ।
স্টুডেন্ট ফাইল খুলার জন্য প্রথমেই লাগবে একটি সেভিংস একাউন্ট আপনি আপনার লোকাল ব্রাঞ্চ এ গিয়ে খুলে নিবেন এতে হ্যাসেল ও কম হবে আবার ফাইল খুলতে গেলে সময়ও কম লাগবে
সেভিংস একাউন্ট খুলার ডকুমেন্টসঃ
1. nid / #passport 1 copy ( অর্জিনাল টাও রাখবেন সাথে )
2. 2 copy passport size photo
3. nomini nid/ passport 1 copy
4. nomini passport size photo 1 copy
5. source of fund (আপনি জব করলে জবের আইডি কার্ড, স্যালারি সার্টিফিকেট , ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স ফ্রিল্যান্সার হলে সে রিলেটেড একটা কাগজপত্র কিছু না থাকলে সেলফ ডিক্লারেশন দিয়া দিবেন ।
লোকাল ব্রাঞ্চ এ একাউন্ট খোলার সময় বলবেন Tp( Transaction profile ) বাড়াই দিতে তাহলে ব্লকের মত বড় এমাউন্ট স্মুথলি ট্রান্সফার হয় তাহলে ওরা করে দিবে ।
ব্যাস হয়ে গেল একাউন্ট এবার চলে যাবেন ফাইল খুলার জন্য ঢাকার বনানিতে যে ব্যাংকের একাউন্ট সে ব্যাংকের ব্রাঞ্চে চলে যাবেন। বনানি এলাকা কেন সাজেস্ট করলাম? কারন বনানীর ব্রাঞ্চ গুলা প্রিমিয়াম প্রফেশনাল এবং স্টুদেন্ট ফাইল খুলার জন্য ডেডিকেটেড ফ্লোর ই থাকে যেমন সিটি, প্রাইম ইবিএল, ডাচ বাংলা , ব্র্যাক। সবগুলার ই বনানিতে ব্রাঞ্চ আছে।
ডকুমেন্টস যা যা লাগবেঃ
১। অফার লেটার: অফার লেটার এ ক্লাস স্টার্ট ডেট, প্রোগ্রাম ডিউরেশন , লেভেল অফ ডিগ্রি সব মেনশন করা থাকে ইউজুয়ালি না থাকলে ওয়েবসাইটে যেখানে আছে পিডিএফ করে প্রিন্ট করে নিবেন , কোর্স ডিউরেশন যেমন আমার অফার লেটার এ ছিলোনা আমি পিডিএফ করে দিয়ে দিয়েছি ।
২। রিফান্ড পলিসিঃ ব্লক এমাউন্ট পাঠালে কোরাকল অথবা ফিন্টিবার রিফান্ড পলিসি দিবেন। আর ইউনিভার্সিটির ফি পাঠালে সাইট এ যেখানে রিফান্ড নিয়া বলা আছে সেই পেইজ প্রিন্ট নিয়া যাবেন।
যেমন আমার ভার্সিটির রিফান্ড পলিসি লিংক http://bit.ly/485Loch
আপনি আপনার ওয়েবসাইটে খুজলে পেয়ে যাবেন বা কোর্সের নাম সাথে ভার্সিটির নামে লিখে সার্চ দিলেও পাবেন । তাও না পেলে ভার্সিটিতে মেইল করুন তারা দিয়া দিবে পলিসি , ডকুমেন্ট না দিয়া ইমেইএল বলে দিলে সেটা ss নিয়া প্রিন্ট দিয়া নিলেও হবে। তাও না হলে ব্রাঞ্চ একটা এপ্লিকেশন লিখাই নিবে।
এনরোল/ সেমিস্টার ফি পাঠাতে হলে রিফান্ড পলিসি দরকার।
৩। লিভিং কস্ট ডকুমেন্টঃ এটা আপনি ভিএফএস এর চেকলিস্ট প্রিন্ট করে দিয়া দিবেন সেখানেই লেখা আছে ব্লক এমাউন্ট মানি অইটাইউ লিভিং কস্ট ডকুমেন্ট
৪। সকল সার্টিফিকেট এর এক কপি ফটোকপি দিবেন।
৫। অর্জিনাল পাসপোর্ট নিয়া যাবেন সাথে অল্ড পাসপোর্ট ও স্টুদেন্ট ফাইল চার্জ; ৯২০০ (সিটি) বাকি গুলাতে ৫৫০০-৭০০০ আর ট্রানজেকশন এ এক্সট্রা ৫-৭০০০ তাকা খরচ হবে ব্যাংক ভেদে সিটিতে এনরোলমেন্ট ফি পাঠালে ৪১৪০ টাকা খরচ হবে আর ব্লক এমাউন্ট ফি পাঠালে ৬০৯০ টাকা খরচ হবে। অন্যান্য ব্যাংকে পাঠালে ৫-৭০০০ টাকা খ্রুচ হবে।
কয়েকটা ব্যাংকের লোকেশন লিংকঃ
City https://share.google/krz7uvTAbwWK6kZpG
Prime : https://share.google/uTFTtPEDwzHJK3c8u
Ebl: https://maps.app.goo.gl/MTifQbzHbwSG7EAs6
Brac https://maps.app.goo.gl/PQkyn2pXyz1rH2Xt7
আমি খুলেছি সিটির বনানিতে খুব প্রফেশনাল সার্ভিস পেয়েছি। যিনি খুলেছেন শারার ভাইয়া তিনি খুবই এক্সপার্ট এবং জার্মানির জন্যও অনেক ফাইল খুলেছে। যে খুলে দিয়েছে তার ভিসিটিং কার্ড এটাচ করে দিয়েছি কারো ভালো লাগলে খুলতে পারেন। এবং বনানির রিফাত ফাতিমা আপুও হেল্প করেছেন।