NPK ব্যবহারের নিয়ম ও তার উপকারিতা

NPK ব্যবহারের নিয়ম ও তার উপকারিতা

NPK (নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম) সার গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য, কারণ এটি গাছের পাতা, শিকড়, ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে। এই সার গাছের স্বাস্থ্য ভালো রাখতে, ফলন ও গুণমান বাড়াতে সাহায্য করে। NPK সার বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যায়, যেমন ড্রিপ সেচ, পাতা স্প্রে বা মাটিতে প্রয়োগ। তবে, ব্যবহারের আগে মাটির অবস্থা ও ফসলের ধরণ অনুযায়ী NPK-এর সঠিক মাত্রা নির্ধারণ করতে হবে, যা মাটি পরীক্ষা করে জানা যায়। 

NPK সারের উপকারিতা

🌿 NPK অনুখাদ্য টি গাছের পাতা ঘন করে (গাছকে ঝোপালো করে)

🌿 গাছের পাতার রং ঠিক রাখতে অর্থাৎ পাতার রং গাঢ় সবুজ রাখতে সাহায্য করে

🌿 গাছের বৃদ্ধিতে সাহায্য করে

🌿 গাছের শিকড় বাড়তে সাহায্য করে এবং শিকড় মজবুত হতে সাহায্য করে

🌿 গাছের কান্ড শক্ত হতে সাহায্য করে

🌿 গাছে অধিক ফুল, ফল আনতে সাহায্য করে

🌿 গাছে অধিক সময় ফুল, ফল ধরে রাখতে সাহায্য করে (ফুল, ফলের বোঁটা শক্ত করতে সাহায্য করে)

🌿 ফলের দানা গঠনে সাহায্য করে

🌿 গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে

ব্যালেন্সড NPK ৩ ধরনের হয়।

১. NPK 18:18:18

২. NPK 19:19:19

৩. NPK 20:20:20

এই ব্যালেন্সড অনুখাদ্যটি মাটিতেও দেয়া যায় আবার গাছের পাতায় স্প্রে করা যায়।

মাটিতে ব্যবহারের নিয়ম

মাটিতে ব্যবহারের ক্ষেত্রে ১ লিটার পানিতে ১ চা চামুচ NPK নিয়ে ভালো ভাবে মিশিয়ে প্রতি ৬/৮ ইঞ্চি টবে ১ কাপ পরিমান এই NPK মিশ্রিত পানি দিতে হবে। মাটি ময়েস্ট থাকা অবস্থায় এটি প্রয়োগ করতে হয়। তাই আগের দিন অবশ্যই গাছে পানি দিতে হবে এবং পরের দিন অনুখাদ্য প্রয়োগ করতে হবে।

গাছের পাতায় স্প্রে করার নিয়ম

স্প্রে করার ক্ষেত্রে ১ লিটার পানিতে হাফ (১/২) চা চামুচের একটু কম NPK নিয়ে ভালো ভাবে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে। খুব সকালে অথবা বিকেলে (যখন রৌদ্রের তাপ থাকে না) স্প্রে করতে হবে।

অনুখাদ্য প্রয়োগ করার সময়

এটি মাসে ১ বার অথবা ২০ দিন পরপর একবার গাছে স্প্রে করা যাবে। আর মাটিতে প্রয়োগের ক্ষেত্রে মাসে ১বার প্রয়োগ করা ভালো।

✅️ এই ব্যালেন্সড NPK সব রকম গাছে (ইন্ডোর প্ল্যান্ট, ফুল, ফল, শাক-সবজি) দেয়া যায়।

✅️ এই NPK গাছের যে কোন অবস্থায় স্প্রে করা যায়। যেমন: বীজ জার্মিনেটের সময় স্প্রে করা যায়। সব্জির চারাতে এবং চারা বড় করতে স্প্রে করা যায়। গাছে ফুল হওয়ার জন্য। ফল ধরার জন্য স্প্রে করা যায়।

✅️ ফাঙ্গিসাইট বা কীটনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে।

✅️ এপসম সল্টের সাথে মিশিয়ে পাতায় স্প্রে করা যাবে এবং মাটিতেও ব্যবহার করা যাবে।

Post a Comment

Previous Post Next Post