Conditioner কেনার আগে যা জানা জরুরী

Conditioner কেনার আগে যা জানবো

কন্ডিশনার কেনার আগে আপনার চুলের ধরণ, চুলের ঘনত্ব এবং চুলের নির্দিষ্ট কোনো চাহিদা (যেমন - আর্দ্রতা, পুষ্টি) আছে কিনা তা জেনে নেওয়া উচিত, কারণ এগুলোর ওপর নির্ভর করে সঠিক কন্ডিশনার নির্বাচন করতে হয়। নারকেল তেল, শিয়া মাখন, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান আছে এমন কন্ডিশনার চুলের জন্য ভালো এবং সালফেট বা প্যারাবেন্স (sulfate or paraben) যুক্ত কন্ডিশনার এড়িয়ে চলা ভালো। 
কন্ডিশনার কেনার আগে যা যা জানা জরুরী:
  1. Low porosity normal hair হলে no oil. Silicone based হতে হবে। যদি oil based ingredient থাকে তাহলে ingredient list এর শেষ দিকে থাকতে হবে। Keratin is a big no
  2. Low porosity hair হলে কন্ডিশনারে পর্যাপ্ত humectant থাকতে হবে। Humectant কোনগুলো? — Glycerin, Hyaluronic acid, Lactic acid, Polyglutamic acid etc. 
  3. High porosity normal hair হলে oil is the best ingredient. Keratin based হলে সপ্তাহে ১ দিন ব্যবহার করা যাবে।‌ Silicone থাকলে সমস্যা নাই। যদিও oil থাকলে আর কোনো কিছু লাগে না। 
  4. High porosity damage hair হলে oil, oil, oil — এর উপরে কোনো কথা নাই। এর সাথে প্রচুর পরিমাণে humectant থাকতে হবে। সপ্তাহে ১ দিন keratin. 
  5. Low porosity damage hair হলে oil, humectant দুইটাই প্রচুর পরিমাণে থাকতে হবে। Silicone না থাকাই ভালো। Keratin ৭-১৪ দিনে প্রয়োজন বুঝে ১ দিন ব্যবহার করা যাবে। 

إرسال تعليق

أحدث أقدم