ল্যাব টেস্ট ছাড়াই যে উপসর্গগুলো দেখে বোঝা যায় আপনার এন্ড্রোজেন (পুরুষ হরমোন) লেভেল বেশি:
ফেসিয়াল হেয়ার বৃদ্ধি
এন্ড্রোজেন হরমোন বেড়ে গেলে মুখে পুরুষদের মতো দাড়ি-গোঁফ গজাতে শুরু করে।
ব্রণ ও তেলতেলে ত্বক
অতিরিক্ত এন্ড্রোজেন সেবাম উৎপাদন বাড়ায়, যা পোরস বন্ধ করে দেয় এবং ব্রণ সৃষ্টি করে।
অনিয়মিত মাসিক বা কম পিরিয়ড
এন্ড্রোজেন বৃদ্ধির কারণে অভুলেশন নষ্ট হয়, ফলে বছরে ১০ বারেরও কম মাসিক হতে পারে।
চুল পড়া বা পাতলা চুল
এন্ড্রোজেন স্কাল্পের চুলকে দুর্বল করে, ফলে চুল পড়া ও হেয়ার থিনিং হয়।
বডি স্মেল বৃদ্ধি
এটি ঘাম গ্রন্থিকে অতিরিক্ত সক্রিয় করে, যার ফলে শরীরে বাজে গন্ধ হয়।
ওজন বৃদ্ধি
এন্ড্রোজেন ইন্সুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, যার ফলে দ্রুত ওজন বাড়তে থাকে।
গলা বা শরীরের ভাঁজে কালচে দাগ
যাকে চিকিৎসা ভাষায় Acanthosis Nigricans বলা হয়—এটি ইনসুলিন রেজিস্ট্যান্স ও হরমোনাল ইমব্যালেন্সের একটি লক্ষণ।