প্রতিনিয়ত ইনবক্সে আপনাদের বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এই পোস্টে IBA MBA সম্পর্কিত সকল প্রশ্নোত্তর তুলে ধরার চেষ্টা করেছি।
Q: IBA কি?
A: IBA হচ্ছে Institute of Business Administration অর্থাৎ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিশেষায়িত ইন্সটিটিউট যেখানে BBA, MBA, EMBA সহ আরও বেশি কিছু ডিগ্রী অফার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে IBA নামেই একই রকম প্রতিষ্ঠান আছে। যেমন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
Q: MBA কী?
A: MBA হচ্ছে Master of Business Administration ডিগ্রী যেখানে ব্যবসা প্রশাসনের বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা দেয়া হয়। এটি একটি Academic Master’s Degree.
Q: IBA, DU ছাড়া আর কোথায় MBA করা যায়?
A: ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA ছাড়াও DU-FBS, BUP, JU-IBA, RU-IBA, NSU, BRAC সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই এখন MBA করা যায়।
Q: MBA করার জন্য কী আগে থেকে BBA করা লাগে?
A: জি না। যে কোন বিষয়ে আন্ডারগ্রাজুয়েশন করা থাকলেই MBA করা যায়।
Q: IBA-তে কী কী ধরনের MBA করা যায়?
A: IBA তে দুই ধরনের MBA করা যায়। Regular MBA এবং Executive MBA.
Regular MBA এর অধীনে আবার দুই ধরনের MBA আছে। Full time এবং part time.
Q: IBA তে MBA করতে কি কোন চাকরির অভিজ্ঞতা লাগে?
A: Regular MBA তে কোন চাকরির অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে Executive MBA তে ৫ বছরের চাকরির অভিজ্ঞতার লাগে।
Q: Regular MBA কী? কখন ক্লাস হয়? শেষ করতে কতো সময় লাগে?
A: Regular MBA program এ দুইভাবে admission নেয়া যায়।
1. Full Time: সপ্তাহে পাঁচ দিন ক্লাস, দিনের বেলা। মোট দুই বছর সময় লাগে।
2. Part Time: সপ্তাহে তিন দিন ক্লাস, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। মোট সাড়ে তিন বছর লাগে।
Q: Regular MBA Program-য়ে কখন ভর্তি পরীক্ষা হয়? খরচ কত?
A: সাধারণত নভেম্বর/ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা হয়, বছরে একবার। Full Time এবং Part Time ভর্তি পরীক্ষা একই প্রশ্নে একসাথে হয়। এপ্লাই করার সময় হয় ফুল টাইম অথবা পার্ট টাইম সিলেক্ট করতে হয়। আলাদা মেরিট লিস্টে আলাদা রেজাল্ট হয়।
সব মিলিয়ে ১ লাখ ২০ হাজার টাকার মত খরচ হয়।
Q: Regular MBA Programm-য়ে এপ্লাই করার যোগ্যতা কি?
A: SSC/HSC তে 3.00 এবং অনার্সে 2.5 CGPA কিংবা 2nd Divison থাকতে হবে। কোন চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
Q: Executive MBA কী? কখন ক্লাস হয়? শেষ করতে কতো টাকা লাগে?
A: Executive MBA (EMBA) মূলত একটি Professional MBA degree. ক্লাস হয় শুক্রবার ও শনিবার।
সব মিলিয়ে আড়াই-তিন লাখ টাকার মত খরচ হয়।
Q: Executive MBA Programm-য়ে কখন ভর্তি পরীক্ষা হয়? অভিজ্ঞতা লাগে?
A: মার্চ/এপ্রিল এবং নভেম্বর/ডিসেম্বর – বছরে দুইবার ভর্তি পরীক্ষা হয়।
৫ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
Q: SSC/HSC কিংবা অর্নাস/আন্ডারগ্রাডে রেজাল্ট খারাপ/ CGPA খুব কম হলে IBA MBA তে চান্স পেতে কী কোন সমস্যা হয়?
A: না, একদম কোন সমস্যা হয় না। আপনার যদি SSC/HSC তে 3.0 আর আন্ডারগ্রাডে 2.5 থাকে, তাহলেই হবে। বাকি সব নির্ভর করে ভর্তি পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর এবং ভাইভাতে আপনার পারফরমেন্সের উপরে।
গত বছর আমাদের কোর্স থেকে একজন আন্ডারগ্রাডে CGPA 2.7 নিয়েও চান্স পেয়েছেন। এছাড়া প্রতি ব্যাচেই CGPA 3 এর নিচে থাকা শিক্ষার্থীদের চান্স পেতে দেখা যায়।
Q: আন্ডারগ্রাজুয়েশনের পরে আর তেমন পড়াশুনা করিনি, বিশাল স্টাডিগ্যাপ আছে, এতে কোন সমস্যা হবে কি?
A: না, স্টাডিগ্যাপ কোন সমস্যা নয়। IBA MBA তে প্রতি বছর এমন অনেক মানুষ চান্স পায় যাদের বিশাল স্টাডিগ্যাপ ছিল।
গত বছর আমাদের কোর্স থেকে একজন চান্স পেয়েছেন যার ৫ বছরের স্টাডিগ্যাপ ছিল। ৮/৯ বছর স্টাডিগ্যাপের পরেও IBA MBA তে চান্স পাওয়ার অনেক ঘটনা আছে।
Q: IBA MBA ভর্তি পরীক্ষায় কী কী সাবজেক্ট থাকে?
A: ভর্তি পরীক্ষায় মোট ৫ টি বিষয়ে আপনার দক্ষতা যাচাই করা হয়।
MCQ অংশে ৩টি বিষয়: Math, English, Analytical: মোট ৭০-৭৫ মার্কস।
Written অংশে ১টি বিষয়: English Writing: মোট ২৫-৩০ মার্কস।
Viva অংশে ১টি বিষয়: আপনার Communication Skill
Q: চান্স পাওয়ার জন্য কমপক্ষে কত পেতে হয়?
A: একদম পূর্বনির্ধারিত কোন মার্কস নেই। তবে প্রতিটি সাবজেক্টে ন্যূনতম একটি মার্কস পেতে হয়। এই ন্যূনতম মার্কসকে অনেকে Cut Marks বলে। তবে ৬০% কাট মার্কস পেতে হয়, এটি একটি প্রচলিত ভুল ধারনা। প্রশ্ন কঠিন/সহজের উপর নির্ভর করে এই মার্কস একেক বছর একেক রকম হয়, একেক সাবজেক্টের ক্ষেত্রে একেক রকম হয়। কখনো কখনো কাট মার্কস ২৫%-ও হয়!
Q: IBA MBA ভর্তি প্রস্তুতি নিতে কেমন সময় লাগে?
A: IBA ভর্তি পরীক্ষার সিলেবাস খুব বেশি বড় নয়। সিলেবাস শেষ করতে খুব বেশি সময় লাগে না। কিন্তু যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই পরীক্ষায় ভালো করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হয়। এবং এই প্র্যাকটিস করার জন্য একেকজনের একেক রকম সময় লাগে। যাদের বেসিক ম্যাথ ও ইংলিশে দুর্বলতা থাকে, তাদের সারা বছরব্যাপীও প্র্যাকটিস করার প্রয়োজন হয়। একটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হলে অন্তত ৪-৬ মাস সময় নিয়ে প্রস্তুতি নেয়া উচিত। তবে আপনার বেসিক খুব ভালো হলে, খুব স্বল্প সময়ের প্রস্তুতিতেও চান্স পাওয়া সম্ভব। তাই আপনার হাতে যদি সময় থাকে, তাহলে বেশি সময় দিবেন। তবে ১/২/৩ মাস সময় পেলেও অন্তত চেষ্টা করে দেখবেন।
Q: প্রিপারেশন এর জন্য কি কোচিং করা লাগবে?
A: কোচিং করাটা বাধ্যতামূলক না। কোচিং না করেই অনেকে চান্স পায়। আবার যারা কোচিং করে তারা সবাই চান্স পায়, এমনও না। তবে একা একা প্রস্তুতি নিতে একটু বেশি সময় লাগে, কোচিং আপনাকে সবকিছু গুছিয়ে দিয়ে আপনার প্রস্তুতির সময় কমিয়ে আনে, সহজ করে দেয়। তবে মক টেস্ট দেয়া জরুরী, খুব জরুরী।
Q: IBA তে MBA করলে কেমন চাকরি পাওয়া যাবে?
A: IBA আপনাকে চাকরি দিবে না, তবে দেশে-বিদেশে ভাল চাকরি পাওয়ার জন্যে আপনাকে পুরোপুরি প্রস্তুত করবে। এজন্যে দেখা যায়, IBA থেকে যারা MBA করে তারা সরকারি/বেসরকারি/দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোতে খুব ভাল চাকরি পেয়ে যায়।
Q: IBA তে MBA করে দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ আছে?
A: IBA এর regular MBA একটি Academic Master's degree. আপনি এই সার্টিফিকেট দিয়ে এরপর বিদেশে PhD কিংবা অন্য যে কোন উচ্চশিক্ষার জন্যে আবেদন করতে পারবেন। তবে Executive MBA একটি Professional degree. এটি ব্যাবহার করে আপনি বিদেশে PhD কিংবা অন্য যে কোন উচ্চশিক্ষার জন্যে আবেদন করতে পারবেন না।
Q: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চান্স পাওয়া যায়?
A: অবশ্যই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিতই IBA MBA তে অনেকেই চান্স পায়। সর্বশেষ ২০২৩, ২৪ এবং ২৫ সালের ভর্তি পরীক্ষা দিয়ে MBA 65, 66 এবং 67 - প্রতিটি ব্যাচেই National Varsity য়ের গ্রাজুয়েট আছে।
Q: প্রাইভেট ভার্সিটি থেকে চান্স পাওয়া যায়?
A: জি। প্রতি বছর দেশের বিভিন্ন প্রাইভেট ভার্সিটি থেকে অনেক ক্যান্ডিডেট চান্স পায়। ২০২৪ সালের উদাহরণ দিয়েই বলি: ২৭ জন চান্স পেয়েছেন বিভিন্ন প্রাইভেট ভার্সিটি থেকে।
Q: মাদ্রাসা থেকে পড়াশোনা করলে/ হিজাব-নিকাব পরলে চান্স পাওয়া যায়?
A: জি, অবশ্যই চান্স পাওয়া যায়। ২০২৪ সালেই মাদ্রাসায় পড়াশুনা করে জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন শেষ করে আইবিএ তে ভর্তি হবার নজির আছে। সেই সাথে হিজাব কিংবা নিকাবের সাথে IBA -তে চান্স পাওয়া-না পাওয়ার কোন সম্পর্ক নেই।
Q: আমার বেসিক খারাপ, আমার কী IBA MBA তে চান্স পাওয়া সম্ভব?
A: জি। বেসিক ভাল করার জন্যে আপনার খুব বেশি হলে ১-২ মাস লাগবে। নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলেই এরপর শুধু বারবার প্রাকটিস করলেই হবে।
Q: বাংলা মিডিয়াম থেকে চান্স পাওয়া সম্ভব?
A: জি। প্রতি বছর অধিকাংশ ক্যান্ডিডেট বাংলা মিডিয়াম থেকেই চান্স পায়। খুব অল্প কিছু মানুষ থাকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের।
Q: IBA MBA প্রস্তুতি নেয়ার জন্যে কী কী বই পড়তে হয়?
A: একেক জন একেক রকম বইয়ের তালিকা বলেন। সবগুলোই সঠিক। তবে এই বইয়ের তালিকার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই বইগুলো আপনি কীভাবে পড়বেন।
আমি Md Mahmud ভাইয়ের কোর্সে ছিলাম। তিনি খুব অল্প কিছু বই পড়াতেন। এই কয়েকটি বই যদি সঠিক স্ট্রাটেজি ফলো করে পড়তে পারেন, যথেষ্ট। কিছু কিছু টপিকের জন্য এর বাইরেও এক-দুইটা বই আছে যেগুলো থেকে অল্প কয়েকটা পৃষ্ঠা পড়লে খুবই ভালো হয়।
• Vocabulary: GRE 333 এবং WordSmart-1
• Grammar: Cliffs TOEFL এবং Manhattan Sentence Correction
• Math: ক্লাস ৬-১০ এর বই এবং CAT Math বইয়ের অল্প কিছু সিলেক্টিভ অংশ।
• Analytical: GRE Big Book, GMAT Official এবং আমাদের নির্বাচিত ৫০ টি Puzzle.
• বিগত বছরের প্রশ্নপত্রের একটি গাইড বই।
• IBA-PREP: ALL IN ONE practice book.
Q: IBA, Bank এবং BCS এর প্রস্তুতি কি একসাথে নেয়া সম্ভব?
A: জি, খুব ভালভাবে সম্ভব। IBA প্রস্তুতির সাথে Bank এবং BCS এর সিলেবাসের যথেষ্ট মিল-অমিল আছে। আপনি যদি এগুলো বুঝে প্রস্তুতি নিতে পারেন, IBA প্রস্তুতি আপনার Bank এবং BCS এর প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।
Q: IBA MBA প্রস্তুতি নিলে আর কী কী প্রস্তুতি কাভার হবে?
A: IBA প্রস্তুতি দিয়ে আপনার প্রাইভেট ব্যাংকসহ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরির প্রস্তুতি, বিশেষ করে এখন যে সব চাকরির পরীক্ষাগুলো IBA’র তত্ত্বাবধানে হচ্ছে – সেগুলোর প্রস্তুতি মোটামুটি কভার হয়ে যাবে।
Q: Give me another chance, I wanna grow up once again...
A: IBA উন্মুখ হয়ে আছে আপনাকে আরেকবার সেই সুযোগটা তৈরি করে দেয়ার জন্যেই। আইবিএর অন্যতম বিশেষত্বই এটা যে, আইবিএ শুধু আপনার মাঝে Enthusiasm চায়, বাকি সব কিছু IBA আপনার মাঝে দিয়ে দেবে। Enthusiasm ছাড়া আপনার জাত-পাত, রেজাল্ট, ভার্সিটি, জেলা, বয়স - কোন কিছুই আইবিএ দেখে না।
সুতরাং ...
• আপনি যদি জীবনে আরেকবার ভাল রেজাল্ট করে আন্ডারগ্রেড লাইফের কম CGP’র দু:খ ভুলতে চান, IBA হতে পারে আপনার জন্য আরেকটা সুযোগ।
• আপনার যদি অনেক দিন ধরে স্টাডি গ্যাপ থাকে, আইবিএ হতে পারে আপনার একাডেমিতে ফেরার জন্য একটা ওয়েলকামিং প্রতিষ্ঠান।
• পারিবারিক কিংবা ব্যক্তিগত নানা কারনে হয়ত চাকরি-বাকরিতে সময় দিতে দিতে হায়ার স্টাডি করার ইচ্ছেটায় এতদিন সময় দিতে পারেননি, আইবিএ হতে পারে আপনাকে সেই সুযোগ দেয়ার প্রতিষ্ঠান। ৩৫ বছর বয়স হয়ে গেলেও আইবিএ আপনাকে ওয়েলকাম করবেই!
Q: IBA MBA সম্পর্কিত আরো বিস্তারিত জানার জন্য কোন সোর্স আছে কি?
A: IBA MBA সম্পর্কিত আরো বিস্তারিত জানতে মাহমুদ ভাইয়ের YouTube channel এ একটি পূর্ণাঙ্গ Playlist পাবেন। যেখানে প্রতিটি বিষয়ের ওপর আলাদা ভাবে আলোচনা করা হয়েছে।
https://youtube.com/playlist?list=PLlnF-nOGUSlxqoMzaCsyqKUqp9X3HwPzp&si=ayH6zOmRU_WlPobU