মোবাইলে সস্তায় সবচেয়ে কম রেটে কথা বলার স্মার্ট উপায়

মোবাইলে সস্তায় সবচেয়ে কম রেটে কথা বলার স্মার্ট উপায়
বর্তমান সময়ে বাংলাদেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলো যে হারে কলরেট এবং ডাটা সহ অন্যান্য সার্ভিস সমূহের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে তা সত্যিই অসহনীয়! অন্তত কল এবং এসএমএস এর বিকল্প সমাধান হলো টেলিটক অপারেটরের সিম ব্যবহার করা অথবা আইপি কলিং অ্যাপ ব্যবহার করা। বর্তমানে সকল মোবাইল অপারেটরের মধ্যে সর্বনিম্ম রেগুলার কলরেট হলো টেলিটকে (জেন জেড প্যাকেজের কলরেট ৭০ পয়সা/মিনিট ১ সেকেন্ড পালসে)। তবে এখনো বাংলাদেশের সকল জায়গায় টেলিটকের নেটওয়ার্ক খুব ভালো নয়। তবে বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট নির্ভরশীল হওয়ায় অনেকের কাছে সবসময় কোনো সিমে ইন্টারনেট অথবা ওয়াই-ফাই সংযোগ থাকে। সে হিসেবে আইপি কলিং অ্যাপ ব্যবহার হতে পারে তাদের জন্য সেরা সিদ্ধান্ত।
বাংলাদেশের যেসকল IPTSP প্রতিষ্ঠানের নিজস্ব আইপি কলিং অ্যাপ আছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলো:

১। ব্রিলিয়ান্ট কানেক্ট (Brilliant Connect)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। এছাড়াও এজেন্ট থেকে যেকোনো পরিমাণ রিচার্জে ১০% বোনাস পাওয়া যাবে।
✆ প্রতিবারে সর্বনিম্ম ২০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9638 XXX XXX এবং +880 9658 XXX XXX
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✆ উক্ত অ্যাপটি ইন্টারক্লাউড লিমিটেড (Intercloud limited) প্রতিষ্ঠানের অধীনে।

২। ডায়াল (Dial)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। যেমন: এই পুরো ডিসেম্বর মাসে যতবার ২০ টাকা রিচার্জ করা হবে ততবার ২০ মিনিট (৮ টাকা) ফ্রি পাওয়া যাবে।
✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9678 XXX XXX
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার সুবিধা নেই এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে। এছাড়াও অ্যাপ লক করার সুবিধা আছে।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✆ উক্ত অ্যাপটি লিংক৩ টেকনোলজিস লিমিটেড (Link3 Technologies Ltd.) প্রতিষ্ঠানের অধীনে।

৩। আলাপ (Alaap)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়।
✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9696 XXX XXX এবং +880 9697 XXX XXX
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন (সম্ভবত)।
✆ উক্ত অ্যাপটি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড/বিটিসিএল (Bangladesh Telecommunications Company Limited/BTCL) প্রতিষ্ঠানের অধীনে। অর্থাৎ আলাপ (Alaap) একটি সরকারি আইপি কলিং অ্যাপ।

৪। আম্বার আইটি আইপি ফোন (Amber IT IP Phone)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে ১০ টাকা বোনাস পাওয়া যাবে। এছাড়াও মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। যেমন: এই পুরো ডিসেম্বর মাসে যতবার ৫১ টাকা রিচার্জ করা হবে ততবার ৫১ মিনিট (২০ টাকা) ফ্রি পাওয়া যাবে।
✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9611 XXX XXX
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✆ উক্ত অ্যাপটি আম্বার আইটি লিমিটেড (AMBER IT LTD.) প্রতিষ্ঠানের অধীনে।

৫। অগ্নিটক (Agnitalk)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট
✆ প্রথমবার একাউন্ট খুললে ৫ টাকা বোনাস পাওয়া যাবে।
✆ কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়।
✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9606 XXX XX
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✆ উক্ত অ্যাপটি অগ্নি সিস্টেমস লিমিটেড (Agni Systems Limited) প্রতিষ্ঠানের অধীনে।

৬। অরবিটক (Orbitalk)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে ২০ টাকা বোনাস পাওয়া যাবে।
✆ কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। এছাড়া অ্যাপে ৩০ দিন মেয়াদি ২০ টাকায় ৫০ মিনিট ও ৫০ টাকায় ১২৫ মিনিট (১ মিনিট পালস) এর দুটি প্যাকেজ আছে।
✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9643 XXX XXX
✆ কল ফরওয়ার্ডিং সুবিধা আছে এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✆ উক্ত অ্যাপটি রেস অনলাইন লিমিটেড (Race Online Limited) প্রতিষ্ঠানের অধীনে।

৭। কথন (Kothon)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না।
✆ কোনো প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই।
✆ সর্বনিম্ম ৫ টাকা থেকে রিচার্জ শুরু করতে পারবেন।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9645 XXX XXX
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঁচটি অ্যাকাউন্ট খুলতে পারবেন (সম্ভবত)।
✆ উক্ত অ্যাপটি স্টারডাস্ট টেলিকম লিমিটেড (Stardust Telecom Limited) প্রতিষ্ঠানের অধীনে।
উপরের আইপি কলিং অ্যাপগুলোর কলরেটের চেয়েও কম কলরেটের সুবিধা আছে এসআইপি (SIP) কলিং অ্যাকাউন্টে। সেগুলোর কলরেট ভ্যাট সহ ৩০ থেকে ৩৫ পয়সার মধ্যে। তবে সেগুলো ব্যবহার করা কারো কাছে একটু কঠিন মনে হতে পারে। কারণ সেগুলোর নিজস্ব অ্যাপ নেই। তাদের প্রতিনিধির কাছ থেকে বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। তারপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ আরো কিছু তথ্য দিয়ে অন্যান্য বিভিন্ন অ্যাপের (প্লে স্টোরে পেয়ে যাবেন) মাধ্যমে কল এবং মেসেজ আদান-প্রদান করতে হবে। তবে রিচার্জ করতে হবে সেই ওয়েবসাইট থেকেই। আমি পরবর্তী পোস্টে এসআইপি কলিং অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত লিখবো।
উপর্যুক্ত সকল তথ্যের সর্বশেষ হালনাগাদের তারিখ ০৯/১২/২০২৫। পরবর্তীতে যেকোনো সময় উপর্যুক্ত তথ্যের পরিবর্তন হতে পারে। উপরের কোনো তথ্যে ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন।

إرسال تعليق

أحدث أقدم