৭/৮ মাত্রার ভূমিকম্প হলে বাংলাদেশের কি অবস্থা হবে?

গত ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর সবারই একটা কমন জিজ্ঞাসা যে ৫.৭ মাত্রাতেই এত ঝাঁকুনি, তাহলে ৭/৮ মাত্রা হলে কি অবস্থা হবে?

৭/৮ মাত্রার ভূমিকম্প হলে বাংলাদেশের কি অবস্থা হবে?

কাঁপুনি থামার সাথে সাথেই আমরা সবাই ফেসবুকে আর নিউজে হামলে পড়ি—দেখি তো মাত্রা কত ছিল! ​নিউজে যখন দেখি মাত্রা ৫.৫ বা ৫.৭, তখন অনেকে ভাবি—"ধুর, মাত্র ৫! ৬ বা ৭ হলে না হয় ভয়ের কিছু ছিল।" ​

কিন্তু, এই ৫ আর ৬-এর গ্যাপটা কিন্তু মাত্র 'এক' সংখ্যার না। এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা কাজ করে। ​রিখটার স্কেলের বিষয়টা একটু অন্যরকম। এখানে ১ পয়েন্ট বাড়া মানে ঝাঁকুনি বা তীব্রতা ১০ গুণ বেড়ে যাওয়া! আর ধ্বংস করার ক্ষমতা বাড়ে প্রায় ৩২ গুণ! ​

মানে, ৫ মাত্রার একটা ভূমিকম্পের চেয়ে ৬ মাত্রার ভূমিকম্প ৩২ গুণ বেশি শক্তিশালী! 

​সহজ করে বললে বিষয়টা অনেকটা এমন: ​

🔸 ৪ - ৪.৯: মনে হবে বাসার নিচ দিয়ে খুব স্পিডে মালভর্তি ট্রাক চলে গেল। গ্লাস-প্লেট একটু ঝনঝন করবে, কিন্তু বড় কোনো ক্ষতি হবে না। আমরা সাধারণত এগুলোতেই অভ্যস্ত। ​

🔸 ৫ - ৫.৯: এইবার কিন্তু বুকটা কেঁপে উঠবে। আলমারির ওপর থেকে জিনিসপত্র পড়ে যেতে পারে, দুর্বল প্লাস্টারে ফাটল ধরতে পারে। মানে, প্রকৃতি আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। (আজকেরটা)

​🔸 ৬ - ৬.৯: আল্লাহ না করুক, এমনটা যেন আমাদের এখানে না হয়। এটা হলে আর দাঁড়িয়ে থাকা যায় না। ভালো ভালো দালানেও ফাটল ধরে। 

​🔸 ৭ বা তার বেশি: এটা আসলে প্রলয়। পাকা দালান, ব্রিজ, রাস্তা—কিছুই তখন নিরাপদ না। 

সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সতর্ক থাকুন।

আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এই দোয়া করি।

إرسال تعليق

أحدث أقدم