অনেকেই সেন্টমার্টিন ভ্রমণে কেমন খরচ হতে পারে ধারণা জানতে চান। সেন্টমার্টিন ভ্রমণে আসুন আনুমানিক একটা হিসাব করি কত টাকা খরচ হতে পারে স্ট্যান্ডার্ড ট্যুরেঃ
১. শিপ টিকেট ভাড়া ৩৫০০/-
২. বিচ সাইডে মিনিমাম স্ট্যান্ডার্ড রুম ভাড়া ৩০০০/-
৩. খাবার খরচ ৪ বেলা ১০০০/-
৪. ঢাকা থেকে নন এসি বাসে যাওয়া আসা ২০০০/-
৫. লোকাল ট্রান্সপোর্ট সোহ অন্যান্য খরচ ১৫০০/-
টোটাল খরচ জনপ্রতি ৯০০০/- এর বেশি যদি কাপল হয়, আর ৪ জনের টিম হলে ৭৫০০/- এর বেশি।
তবে এই খরচ অবশ্যই তারতম্য হবে আপনার রিসোর্ট এবং খাবার এর তারতম্য ভেদে। ১ দিনের একটা টুর করতে ২ জন মানুষের প্রায় ২০০০০/- টাকা খরচ হয়ে যায়.. যা সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের বাহিরে বলা যায়।
এখন কেন এত খরচ হয় ?
-- প্রথমত সেন্টমার্টিন সিজন বর্তমানে ২ মাস, ৫ মাসের সিজন যখন ২ মাসে নেমে আসে তখন রিসোর্ট, জাহাজ মালিক, রেস্টুরেন্ট মালিক সহ প্রত্যেকে তাদের পুরো সিজনে খরচ ২ মাসেই উঠানোর চিন্তা করবে, ফলে ভাড়া বেড়ে যায়।
-- দ্বিতীয়ত সেন্টমার্টিন নিরবিচ্ছিন্ন একটি দ্বীপ, তাই এখানে অবকাঠামো তৈরি করা যেমন কষ্ট সাধ্য, তেমনি প্রত্যেকটা জিনিস অপ্রতুল, একই সাথে এগুলোর পরিবহন খরচও অতিরিক্ত, সেই সাথে শ্রমিক খরচ ও অতিরিক্ত যার কারণে overall একটা রিসোর্ট বানাতে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ খরচ হয়ে যায়।
-- তৃতীয়ত এখানকার জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচ বেশি, সবকিছুই প্রায় টেকনাফ থেকে নিয়ে আসতে হয়। এমনকি টেকনাফেও অন্যান্য জেলার তুলনায় পণ্যের দাম বেশি।
ফলে বেশি দিয়ে কিনে আনা + অতিরিক্ত পরিবহন খরচ যুক্ত হয়ে সবকিছুর দাম অতিরিক্ত বেড়ে যায়, যার কারণে তা জীবন যাত্রার উপর প্রভাব ফেলে, এবং সেটা ট্যুরিজম এর উপরেও।
-- সেন্টমার্টিন এ জাতীয় গ্রিড থেকে কোন বিদ্যুৎ সরবরাহ হয়না। বিদ্যুৎ উৎপাদিত হয় বেসরকারিভাবে এবং সেটা অত্যন্ত ব্যয়বহুল। যেখানে শহরে আমরা প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য পরিশোধ করি ৫-৭ টাকা, সেখানে সেন্টমার্টিন এ প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৬৭ টাকা।
-- নানাবিধ প্রাকৃতিক দূর্যোগ (ঝড়, জলোচ্ছ্বাস) প্রতি বছর ই আঘাত হানে সেন্টমার্টিন এ, আবার এখানে রিসোর্ট হতে হবে ইকো টাইপ, যার কারণে মেইনটেন্যান্স খরচ অনেক অনেক অনেক অনেক, এটা হয়তো অনেকের কল্পনাতেও আসেনা।
সরকারি উদ্যোগ ও পরিকল্পনা নিলে এই অতিরিক্ত ব্যয় কিছুটা কমানো সম্ভব হবে। তবুও এত ব্যয়ভার বহন করেও প্রতিবছর অগণিত পর্যটক ছুটে যান বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ভ্রমণে।