সেন্টমার্টিন ভ্রমণে কেমন খরচ হতে পারে ধারণা

সেন্টমার্টিন ভ্রমণে কেমন খরচ হতে পারে ধারণা

অনেকেই সেন্টমার্টিন ভ্রমণে কেমন খরচ হতে পারে ধারণা জানতে চান। সেন্টমার্টিন ভ্রমণে আসুন আনুমানিক একটা হিসাব করি কত টাকা খরচ হতে পারে স্ট্যান্ডার্ড ট্যুরেঃ

১. শিপ টিকেট ভাড়া ৩৫০০/-

২. বিচ সাইডে মিনিমাম স্ট্যান্ডার্ড রুম ভাড়া ৩০০০/- 

৩. খাবার খরচ ৪ বেলা ১০০০/-

৪. ঢাকা থেকে নন এসি বাসে যাওয়া আসা ২০০০/-

৫. লোকাল ট্রান্সপোর্ট সোহ অন্যান্য খরচ ১৫০০/-

টোটাল খরচ জনপ্রতি ৯০০০/- এর বেশি যদি কাপল হয়, আর ৪ জনের টিম হলে ৭৫০০/- এর বেশি।

তবে এই খরচ অবশ্যই তারতম্য হবে আপনার রিসোর্ট এবং খাবার এর তারতম্য ভেদে। ১ দিনের একটা টুর করতে ২ জন মানুষের প্রায় ২০০০০/- টাকা খরচ হয়ে যায়.. যা সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের বাহিরে বলা যায়।

এখন কেন এত খরচ হয় ?

-- প্রথমত সেন্টমার্টিন সিজন বর্তমানে ২ মাস, ৫ মাসের সিজন যখন ২ মাসে নেমে আসে তখন রিসোর্ট, জাহাজ  মালিক, রেস্টুরেন্ট মালিক সহ প্রত্যেকে তাদের পুরো সিজনে খরচ ২ মাসেই উঠানোর চিন্তা করবে, ফলে ভাড়া বেড়ে যায়।

-- দ্বিতীয়ত সেন্টমার্টিন নিরবিচ্ছিন্ন একটি দ্বীপ, তাই এখানে অবকাঠামো তৈরি করা যেমন কষ্ট সাধ্য, তেমনি প্রত্যেকটা জিনিস অপ্রতুল, একই সাথে এগুলোর পরিবহন খরচও অতিরিক্ত, সেই সাথে শ্রমিক খরচ ও  অতিরিক্ত যার কারণে overall একটা রিসোর্ট বানাতে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ খরচ হয়ে যায়।

-- তৃতীয়ত এখানকার জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচ বেশি, সবকিছুই প্রায় টেকনাফ থেকে নিয়ে আসতে হয়। এমনকি টেকনাফেও অন্যান্য জেলার তুলনায় পণ্যের দাম বেশি। 

ফলে বেশি দিয়ে কিনে আনা + অতিরিক্ত পরিবহন খরচ যুক্ত হয়ে সবকিছুর দাম অতিরিক্ত বেড়ে যায়, যার কারণে তা জীবন যাত্রার উপর প্রভাব ফেলে, এবং সেটা ট্যুরিজম এর উপরেও।

-- সেন্টমার্টিন এ জাতীয় গ্রিড থেকে কোন বিদ্যুৎ সরবরাহ হয়না। বিদ্যুৎ উৎপাদিত হয় বেসরকারিভাবে এবং সেটা অত্যন্ত ব্যয়বহুল। যেখানে শহরে আমরা প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য পরিশোধ করি ৫-৭ টাকা, সেখানে সেন্টমার্টিন এ প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৬৭ টাকা। 

-- নানাবিধ প্রাকৃতিক দূর্যোগ (ঝড়, জলোচ্ছ্বাস) প্রতি বছর ই আঘাত হানে সেন্টমার্টিন এ, আবার এখানে রিসোর্ট হতে হবে ইকো টাইপ, যার কারণে মেইনটেন্যান্স খরচ অনেক অনেক অনেক অনেক, এটা হয়তো অনেকের কল্পনাতেও আসেনা। 

সরকারি উদ্যোগ ও পরিকল্পনা নিলে এই অতিরিক্ত ব্যয় কিছুটা কমানো সম্ভব হবে। তবুও এত ব্যয়ভার বহন করেও প্রতিবছর অগণিত পর্যটক ছুটে যান বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ভ্রমণে। 

إرسال تعليق

أحدث أقدم