Income Tax Act 2023, অনুসারে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার প্রথম ট্যাক্স রিটার্ন (First Tax Return) অথবা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) দাখিল করার সময় নিম্নের কিছু বিষয় গুলোর তথ্য বিবেচনায় নিয়ে করদাতাকে প্রথম ট্যাক্স রিটার্ন দাখিল করিতে হইবে এবং আইন অনুযায়ী যদি রিটার্ন দাখিল করার সময় সকল হিসাব নিকাশ করার পর যদি ট্যাক্স আসে তাহলে সরকারকে ট্যাক্স দিতে হয় এবং ট্যাক্স দিতে হবে। আর যদি আইন অনুযায়ী রিটার্ন দাখিল করার সময় ট্যাক্স না আসে তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে না আর এটাকেই আমরা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) বলি, কিন্তুু (Zero Tax Return) দিতে গিয়ে নিচের উল্লেখিত বিষয় গুলোর যদি কোনোটা একজন করদাতার থাকে তাহলে সঠিক ভাবে রিটার্নে দেখাতে হবে, এই তথ্য গুলো দেখাতে কখনো ভুল করা যাবেনা।
১, করদাতার নামে যদি কোনো জমি থাকে ( কৃষি ও অকৃষি জমি) অথবা বাড়ি, ফ্লাট ইত্যাদি থাকে তা অবশ্যই আয়কর রিটার্ন এ দেখাতে হবে। (অনেকেই বলবে জমি / ফ্লাট দেখালে, Tax দিতে হবে, তাই না দেখানো ভালো হবে, তাদের কথাশুনা যাবেনা, আপনারা অবশ্যই জমি / ফ্লাট রিটার্ন এ দেখাবেন)।
( কিছু দিন পূর্বে বিদ্যুৎ অফিস থেকে মিটার নাম্বার নিয়ে Tax Office এক জনকে একটি নোটিশ দিয়েছ, যেন আপনার দাখিলকৃত রিটার্ন এ আপনি আপনার ফ্লাট টি দেখাননি আপনি সম্পদ গোপন করেছেন, সুতরাং এতে বোঝা যায় কিছু তথ্য আমরা ইচ্ছে করে গোপন করতে পারব না)।
২, করদাতার নামে যদি কোনো মোটর গাড়ি থাকে তাহলে দেখাতে হবে। মোটর যান (রেজিস্ট্রেশন খরচসহ ক্রয়মূল্য) মোটর যানের প্রকৃতি ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে)
৩, করদাতার নামে যদি কোনো (Bank Account) ব্যাংক একাউন্ট থাকে, সঞ্চয়ী/মেয়াদি আমানত। ( যতগুলো ব্যাংক একাউন্ট থাকবে সব ব্যাংক একাউন্ট দেখাতে হবে)। (ব্যাংক একাউন্টে অন্য কারো টাকা আদান প্রদান করা যাবেনা, যদি আদান প্রদান করেন অন্যের টাকা তাহলে উপযুক্ত প্রমান সাথে রাখবেন।)
৪, ব্যাংক ঋণের মাধ্যমে যদি কোন কিছু করা হয় তাহলে ব্যাংক ঋণ দেখাতে হবে। আমরা অনেক সময় রিটার্ন এ কোনো জমি দেখাইনা কিন্তুু ঐ জমির উপর বিল্ডিং করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি আর আমাদের তখনই মনে হয় রিটার্ন এ জমি না প্রদর্শন করে ভুল করেছি তাই প্রথম রিটার্ন এ সকল সঠিক তথ্য প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ।
৫, শেয়ার/ডিবেঞ্চার/বন্ড/সিকিউরিজ /ইউনিট সার্টিফিকেট।
৬, সঞ্চয়পত্র/ডিপোজিট পেনশন স্কিম।
৭, ঋণ প্রদান ( অন্যকে ঋন দিলে, ঋণ গ্রহণকারীর নাম ও NID এনআইডি উল্লেখ করুন)
৮, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য ফান্ড (যদি থাকে)
৯, অলংকারাদি (পরিমাণ উল্লেখ করুন), আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী।
১০, অন্যান্য পরিসম্পদ ( অনেকের কিছু গরু, মহিষ ইত্যাদি থাকে এগুলো ও রিটার্ন এ অন্যান্য পরিসম্পদ এ দেখতে হয়।
সম্পদ গোপন করে Zero Tax Return দিয়ে ভবিষ্যতে আপনার ক্ষতি করবেন না, প্রয়োজনে ভাল আয়কর আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি আপনার ও প্রতিষ্ঠানের Income Tax Return দাখিল করুন।