প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ/সিপিএফ) : আয়কর রিটার্নে যেভাবে দেখাবেন

প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ/সিপিএফ) : আয়কর রিটার্নে যেভাবে দেখাবেন

আপনার প্রভিডেন্ড ফান্ডে প্রাপ্ত সুদ আপনার জন্য বেতন আয়। সরকারি চাকরিজীবীদের জন্য করমুক্ত আর বেসরকারি চাকরিজীবীদের জন্য করযোগ্য। উভয়ের জন্য আয়কর রিটার্নে জিপিএফ/সিপিএফ এর সুদ দেখাতে হবে।

আপনার জিপিএফ/সিপিএফ এর ব্যালেন্স আপনার জন্য সম্পদ। ৩০ জুনের সুদসহ আসল (ব্যালেন্স) আয়কর রিটার্নে সম্পদ হিসেবে দেখাবেন।  যারা মনে করেন জিপিএফ এর টাকা হাতে পাইনি তাই দেখাতে হবে না তাদের ধারণা ভুল। এফডিআর এর সুদ অনেক সময় রিনিউ হয় তখন তা হাতে না পেলেও আয় এবং সম্পদ হিসেবে দেখাই। তেমনি ডিপিএস এর সুদ আয় হিসেবে ও ব্যালেন্স সম্পদ হিসেবে দেখাতে হয়। [অনেকে ডিপিএস এর সুদ প্রতিবছর আয় হিসেবে দেখায় না, একেবারে প্রাপ্তির সময় দেখায়, এতে আপনার ট্যাক্স বেশি আসে, বিষয়টি আমার অন্য লেখায় ব্যাখ্যা করা আছে ]।

এবার তাদের যুক্তি হলো এফডিআর করদাতার অধিকারে থাকে, যেকোন সময় ভাঙ্গাতে পারে তাই এফডিআর তার সম্পদ, পিএফ করদাতার অধিকারে থাকে না আনোয়ার পারভেজ তাই জিপিএফ/সিপিএফ সম্পদ নয়। এদের জন্য আমার ২টা কথা আছে। এক, আপনি শ্রম আইনের ২৯ ধারা পড়বেন। সেখানে বলা আছে চাকুরিজীবীর পিএফ এর টাকা যেকোন অবস্থায় ফেরৎ দিতে হবে, সেটা চাকুরিচুতি, ইস্তফা যেকোন কারণ হোক না কেন। কেউ চুরি করলেও তার পিএফ এর টাকা পাবে (যদিও প্রতিষ্ঠানের পাওনা থাকলে কেটে রাখবে)। দুই, ইরিটার্ন ফরম স্টাডি করেন। সেখানে ফাইন্যান্সিয়াল এসেটে পিএফ দেখানোর ঘর আছে। প্রতিষ্ঠানের নাম, পিএফ নং আর ব্যালেন্স দেখাবেন।

তাছাড়া পিএফ এর সুদ আয় হিসেবে দেখালে এবং  ব্যালেন্স সম্পদ হিসেবে না দেখালে অযাচিতভাবে ক্যাশ ইন হ্যান্ড বৃদ্ধি পাবে।  কেউ কেউ আছেন পিএফ এ করদাতার জমা পারিবারিক খরচ হিসেবে দেখান। এটিও ভুল। এই প্যারাতে উল্লিখিত দুটি ভুল যারা করেন তাদের বেসিক একাউন্টিং শিখতে হবে। আমার পক্ষে এি পোস্টে শিখানো সম্ভব না। 

প্রাইভেট প্রতিষ্ঠানের অনেক এইচআর/একাউন্টস কর্মকর্তাগণ তাদের প্রতিষ্টানের কর্মকর্তাদের পিএফ স্টেটমেন্ট প্রদান করেন না। এদের হেদায়েতের জন্য দোয়া করি। সামনে আয়কর আইনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।

পরিশেষে, জিপিএফ/সিপিএফ এর সুদ আপনার আয়। জিপিএফ এ নিজ জমা ও সিপিএফ এ নিজ+ প্রতিষ্ঠানের জমা আপনার রেয়াতের জন্য বিনিয়োগ। জিপিএফ/সিপিএফ এর ৩০ জুনের সুদসহ ব্যালেন্স আপনার সম্পদ। জিপিএফ/সিপিএফ ফান্ড ভাঙ্গিয়ে প্রাপ্তি আপনার করমুক্ত আয়।

Post a Comment

Previous Post Next Post