Erasmus Mundus scholarship ইউরোপের মোস্ট প্রেস্টিজিয়াস ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপ হোল্ডাররা ২ বছরের মাস্টার্স এর জন্য প্রতি মাসে ১৪০০€ ইউরো স্টাইপেন্ড পায় (মাস শেষে স্টুডেন্টের হাতে দেওয়া হয়)। এটা শুধু মাত্র আপনার প্লেন ফেয়ার, থাকা, খাওয়া, এবং হাত খরচ এরজন্য। কিন্তু তাছাড়াও আপনার টিউশন ফি, রিলোকেশন ফি, মেডিকেল ইন্সুরেএন্স, এর সকল খরচ বহন করে ইউরোপীয় ইউনিয়ন (সেটা সরাসরি সেই খাতে চলে যায় আপনার হাতে আসেনা)। এ ছাড়া এই ইরাসমাস মোবিলিটিতে আপনি ইউরোপের ২ থেকে সর্বোচ্চ ৪ টি দেশের ইউনিভার্সিটিতে ফ্রি পড়ার সুযোগ পাবেন। কিন্তু এখানে প্রতি কোর্সের কিছু টপ রিনাউন্ড ইউনিভার্সিটি (ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া) এবং ওয়ার্ল্ড এর জায়ান্ট কিছু কোম্পানি এসোসিয়েট পার্টনার হিসেবে থাকে। অযেগুলোতে আপনি সামারে ইন্টার্নশিপ কিংবা আপনার শেষ যে সেমিস্টার আই মিন থিসিস এর সুযোগ পাবেন।
Application Time Period:
November (previous year)-February (Programme starting year)
ইরাসমাস এ প্রায় ১৪০-১৫০ টির মত প্রোগ্রাম থাকে যেখানে আমাদের কেমিস্ট্রি, ক্যামিকাল ইঞ্জিনিয়ারিং, বায়োক্যামিস্ট্রি কিংবা ম্যাটেরিয়াল সাইন্স প্রোগ্রাম হবে সব মিলিয়ে ১৫-২০+ (এ বিষয়ে পরে আসতেছি বিস্তারিত একটা লিখা নিয়ে যেখানে সব প্রোগ্রাম সম্মন্ধ্যে একটু করে আলোচনা করবো) যেগুলোতে আপনি এপ্লাই করতে পারবেন। আমি একটা পিডিএফ এড করেছি যেখানে কিছু প্রোগ্রাম এর ডিটেলস আছে, কিন্তু এছাড়াও এ বছর আরোও কিছু নতুন প্রোগ্রাম এড হয়েছে আপনারা ইরাসমাসের পোর্টাল থেকে সেটা পাবেন। কোনো কোনো প্রোগ্রামে ব্যাচেলর কমপ্লিট থাকলেই (সাবজেক্ট মিলতে হয় না) এপ্লাই করা যায় তবে আপনার ওভারল প্রোফাইল আর ওই প্রোগ্রাম এর অবজেক্টিভ এর মাঝখানে মিল থাকতে হয়। আগে এরকম নিয়ম ছিলো সর্বোচ্চ ৩ টি প্রোগ্রামে আপনি এপ্লাই করতে পারবেন বাট এখন এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যতোগুলো আপনার পক্ষে সম্ভব হয় আপনি এপ্লাই করতে পারবেন (যদিও সেটা নিজের প্রোফাইলের সাথে মিল রেখে করাটাই বুদ্ধিমানের কাজ-এ বিষয়ে পরে আসতেছি বিস্তারিত নিয়ে)।
এবার আসি মূল কথায়। এই স্কলারশিপ এর জন্য নিজের প্রোফাইল কিরকম হওয়া উচিত অথবা নিজেকে কিভাবে ফিট করতে হয়? ইরাসমাস অথোরিটি যেই জিনিস গুলোর উপর ভিত্তি করে আপনাকে সিলেক্ট করবে....(যদিও একেক প্রোগ্রামের সিলেকশন প্রসিযার একেক রকম যেটা তাদের পোর্টালে দেওয়া থাকে ফুল ডিটেলস)
-𝐂𝐆𝐏𝐀
-𝐂𝐕 (𝐄𝐮𝐫𝐨𝐩𝐚𝐬𝐬)
-𝐑𝐞𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫
-𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐏𝐮𝐫𝐩𝐨𝐬𝐞/𝐌𝐨𝐭𝐢𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐞𝐭𝐭𝐞𝐫
-𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞 & 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬, 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧
-𝐈𝐄𝐋𝐓𝐒/TOEFL
-𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰
প্রতিটি পার্টে আলাদা নাম্বার থাকে যেমন: CGPA 35%, CV 15%, SOP 10%, Recommendations 10%, IELTS 10%, Interview 20% এবং টোটাল ১০০ এর মধ্যে যাদের মার্ক বেশি হয় তারাই সিলেক্টেড হয়। প্রতিটি প্রোগামে 10-20/25 টির স্কলারশিপ এর সিট থাকে আর এই ১০/২০ টি সিটের জন্য আপনার সাথে ফাইট করবে বিশ্বের আরো 130-140 টি দেশের স্টুডেন্ট। তাই কম্পিটিশন কি লেভেল এর বুঝতেই পারছেন। কিন্তু খুশির সংবাদ এই যে প্রতি বছরেই বাংলাদেশ থেকে প্রায় ১৫০ জন স্টুডেন্ট এই স্কলারশিপ এর জন্য নোমিনেটেড হয় এবং এই বছর (২০২৩) টোটাল ১৪৩ জন স্কলারশিপ পেয়ে পুরো বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। তাছাড়া কিছু প্রোগ্রামে রিজিওনাল কোটা থাকে সেটা আমাদের সুযোগ বাড়িয়ে দেয়। যেমন কোন এক প্রোগ্রামে বলা আছে এশিয়া থেকে ৩০% স্টুডেন্ট নিতে হবে। সুতরাং ওরা যদি ১০ জন নেয় টোটাল সেখানে ৩ জন এশিয়া অঞ্চল থেকে নিবে। তাই এই স্কলারশিপ পাবার সম্ভাবনা আপনার ও আছে। মোস্ট প্রোগ্রাম গুলার সিলেকশন প্যাটার্ন একইরকম, কিছু কিছু প্রোগ্রামে ইন্টারভিউ হয় না জাস্ট আপনার পুরো প্রোফাইল দেখে আপনাকে সিলেক্ট/ রিজেক্ট করবে। কোনো কোনো প্রোগ্রামে IELTS এর জায়গায় MOI (Medium of Instruction) দিয়ে আপনি এপ্লাই করতে পারবেন। প্রতিটি পার্ট সামান্য একটু আলোচনা করছি।
---------------------------------------------------------------------------------------------------------------------------
১। 𝐂𝐆𝐏𝐀: ইরাসমাসে এপ্লাই এর জন্য CGPA 3.00 (most cases) এপ্লিকেশন এর জন্য এলিজিবল। কিন্তু স্কলারশিপ পাওয়ার জন্য High CG আপনাকে অনেকাংশে এগিয়ে রাখবে। Erasmus এর বেশিরভাগ প্রোগাম গুলোতেই স্টুডেন্ট সিলেকশন ক্রাইটেরিয়াতে CGPA এর পোর্শন ২০%-৬০% It varies program wise- কোন প্রোগ্রামে ৭০% ও থাকে!! (নির্দিষ্ট প্রোগ্রামের পোর্টাল থেকে দেখে নিবেন) অর্থাৎ আপনাকে যদি ১০০ তে মার্কিং করা হয় তাহলে ২০%-৬০% মার্ক যোগ হবে ব্যাচেলর CGPA এর জন্য। বুঝতেই পারছেন সবচেয়ে ভাইটাল পার্ট এটা। High CG থাকলে খেলা শুরুর প্রথমেই আপনি অনেক ক্যান্ডিডেট থেকে এগিয়ে আছেন। CGPA আপনার ৪ বছরের কষ্টের ফসল এন্ড ভালো CGPA এর জন্য আপনার অবশ্যই কষ্ট করতে হয়েছে, ধৈর্য্য দরকার হয়েছিলো, And an selection board always used to welcome a student with those qualities like hard work & patience.
এই ক্যাটাগরিতে আরেকটা উল্লেখ্য জিনিস আছে যেটা কিছু প্রোগ্রাম চায় (যদিও অপশনাল থাকে) সেটা হলো ক্লাস পজিশন। যদি আপনার সিজিপিএ কম হয় কিন্তু আপনি ক্লাসে টপ ৫% এর মধ্যে আছেন তাহলে সেটা উল্লেখ করুন। অপশনাল থাকলেও সেটা আপনি জমা দেন। এটা আপনাকে এগিয়ে রাখবে। একটা উদাহরন দেই। ধরেন আপনার সিজিপিএ ৩.৫ কিন্তু ক্লাসে আপনি সেকন্ড পজিশনে আছেন (তাহলে আপনি পজিশন দেখান) আবার আপনার সিজিপিএ ৩.৬ কিন্তু আপনি ৬ নাম্বার পজিশনে আছেন (তাহলে আপনি পজিশন না দেখানোর পক্ষে আমই)।
What will happen if you have a moderate or low CG? (আমার সিজিপিএ তো কম আমার কি ইরাসমাস হবে?)
এই যে বললাম না ইরাসমাস এর সিলেকশন ক্রাইটেরিয়া সব সময় Holistic Review এর মাধ্যমে হয় অর্থাৎ আপনার উপরের ক্রাইটেরিয়ার কোনো ১/২ টা জিনিস কম থাকলেও তা কভার করে আপনি স্কলারশিপ এর জন্য সিলেক্টেড হতে পারেন। মানে ধরেন আপনার CG কম কিন্ত আপনি একটি অসম্ভব সুন্দর SOP লিখলেন, আপনার ২ জন প্রফেসরে আপনাকে নিয়ে excellent দুইটা রিকমেন্ডেশ লিখলো, আপনি কিছু লোক্রেটিভ রিসার্চ এর কাজ করেছেন, পার্টিকুলার ফিল্ডে আপনার কিছু ভালো এক্সপেরিয়েন্স আছে (জব কিংবা রিসার্চ), ইন্টারভিউ এ আপনি প্রফেসরদের চমৎকার ভাবে বুঝালেন আপনি একটা পটেনশিয়াল ক্যান্ডিডেট।
All those things can make you stand out. And I am an example of a student with a moderate CG. (3.38 in bachelor)
অনার্সে থাকা অবস্থায় এপ্লাই করতে পারবো কি না?
আপনি যদি ৪র্থ ইয়ারে হয়ে থাকেন এবং আপনার প্রোগ্রাম এর ক্লাস শুরু হওয়ার ১ মাস আগে যদি আপনি আপনার ব্যাচেলর কমপ্লিট করতে পারেন এবং সার্টিফিকেট (প্রভিশনাল কিংবা অরিজিনাল), মার্কশীট পেয়ে যান তাহলে আপনি ইজিলি ভিসা পাবেন। সো আপনি আপনার প্রিভিয়াস (১,২,৩ ইয়ারের) ইয়ারের রেজাল্ট দিয়ে এপ্লাই করতে পারবেন(যদি সেটা ভালো রেজাল্ট হয় এবং আপনার প্রোফাইল গুছানো এবং স্ট্রং হয়)।
---------------------------------------------------------------------------------------------------------------------------
২। 𝐒𝐎𝐏: সব প্রোগ্রামেই ৫০০-১৫০০ শব্দের কিংবা ১-২ পেইজের এর মত একটা SOP লিখতে হয়। এন্ড স্কলারশিপ এর মোস্ট ইম্পোরট্যান্ট ক্যাটাগরির মধ্যে SOP একটা। SOP এর ওয়ার্ড লিমিট প্রোগ্রাম টু প্রোগাম ভ্যারি করে। SOP তে আপনি খুব স্বল্প ভাষায় যেই আন্সার গুলা দিবেন
অতীতে কি করেছেন এবং এখন কি করছেন (Ex: Research/publication, job/lab assistant, achievement/award)?
ফিউচার প্ল্যান আই মিন ইরাসমাস মাস্টার্স এবং তার পর কি করতে চান ?
এই প্রোগ্রামে আপনি বেস্ট কেন? কেন আপনাকে তারা সিলেক্ট করবে?
কি ধরনের রিসার্চের কাজ করেছেন যা এই প্রোগ্রামের সাথে যায়?
আপনার রিসার্চ কাজ কিভাবে সাসটেইনেবল ডেভেলপম্যান্টের গোলের সাথে আলাইন এবং মানুষের উপকারে আসবে?
এন্ড আপনার এই প্রতিটা উত্তর একটার সাথে আরেকটা কানেক্টেড থাকতে হবে। যদি ৫ টা প্যারাগ্রাফ থাকে তাহলে একটা প্যারাগ্রাফ পরে যাতে দ্বিতীয় প্যারাগ্রাফ পরার আগ্রহ জাগে। প্রথম প্যারায় কোনো যদি প্রশ্ন থাকে দ্বিতীয় প্যারায় যাতে থাকে আপনি সেই প্রশ্নের উত্তর টা কিভাবে খুঁজেছেন অথবা খুজতে গিয়ে নতুন কি পেয়েছেন অথবা নিজের ভিতরের কি স্কিল ডেভলাপ করেছেন।
ধরেন আপনি একটা পাব্লিকেশন করেছেন এটা আপনার এচিভমেন্ট কিন্তু প্রফেসর আপনার এই এচিমেন্ট থেকেও যেই জিনিস টা অধিক গুরুত্ব দিবে তা হলো এই পাবলিকেশন করতে গিয়ে আপনি নিজের কি কি কোয়ালিটি ডেভলাপ করেছেন এন্ড এই কোয়ালিটি গুলা আপনি তার ল্যাবে কিভাবে ইউটিলাইজ করবেন। মোদ্দাকথা আপনার ভেতরে যে কিউরিসিটি আছে তা বুঝাতে হবে, কিউরিসিটি থেকে আপনি যে স্ট্র্যাটেজিক রিসার্চ এ নেমছেন তা বুঝাতে হবে, রিসার্চে এ নেমে আপনি কি এচিভ করেছেন অথবা নতুন কি প্রশ্ন আপনার মাঝে তৈরি হয়েছে তা লিখবেন।
নতুন যে প্রশ্ন আপনার মাঝে তৈরি হয়েছে তা আপনি যেই প্রোগ্রামে যেতে চাচ্ছেন তার সাথে কতটা রিলেভ্যান্ট (আবার পড়েন) অথবা ওখানে আপনি এই রিসার্চ করতে পারবেন কি না তা ও লিখতে পারেন। আমই আবার বলছি রিলেভ্যান্ট কি না এটা বার বার দেখবেন কিভাবে রিলেট করবেন সেটা চিন্তা করবেন। আপনি ওদের কোর্স কারিকুলাম (পোর্টালে দেওয়া আছে) দেখেন কি শিখাবে আপনাকে আর আপনার সেই কোর্সের সাথে আন্ডারগ্রেড কিংবা রিসার্চের কিভাবে মিল আছে তা খুজে বের করেন। রিসার্চ করেন, সেই রিলেটেড কিছু নতুন আর্টিকেল পড়েন, সেখান থেকে প্রবলেম ফাইন্ড আউট করেন তারপর বলেন আপনার এগুলো নিয়ে ফিউচারে কাজ করার ইচ্ছে যা এই প্রোগ্রামে পড়াশোনা করে আপনি করতে পারবেন! মোস্ট ইম্পর্ট্যেন্টলি সাস্টেইনেবল ডেভলাপম্যান্টে হেল্প করছে কি না আপয়ান্র রিসার্চ তা দেখেন।
SOP এর ওয়ার্ড লিমিটেশন অনেক বড় একটা ব্যাপার, আপনার প্রোগ্রামে কত ওয়ার্ডে SOP লিখতে হবে তা দেখে ড্রাফট শুরু করুন, রিভিউ করুন, এক্সপার্ট দিয়ে রিভিউ করিয়ে সাবমিট করুন। মোটকথা কম হলেও ১ মাস সময় দিন SOP এর উপর। (আমি এখানে আসার পর কিছু পাকিস্তানি ছেলে-মেয়ে আমাকে মোটিভেশন লেটার পাঠায় একটু রিভিউ করার জন্য!! ওরা আমাকে পেলো কোথা থেকে? ভাবেন আপনি? আরোও অভাক করা বিষয় হলো তখন অক্টবর মাস, ২০২৩!! ওরা এটা রেডি করছে ২০২৪ এ এপ্লাই করার জন্য!! আর আমরা? এইজন্য ওরা সব থেকে বেশি এপ্লাই করে এবং সব থেকে বেশি সিলেক্ট ও হয়)
---------------------------------------------------------------------------------------------------------------------------
৩। 𝐂𝐕: ইরেসমাসে আপনার ইউরোপাস CV সাবমিট করতে হবে। এই ফরমেট গুগলে পাবেন। স্ট্যান্ডার্ড CV হবে দুই পেইজের। CV তে ক্লাস ৫ & ৮ এ বৃত্তি পেয়েছেন কি না, SSC/ HSC তে এপ্লাস পেয়েছেন কি না তা লিখার প্রয়োজন নেই। CV তে যা যা এড করবেন তা হলো
-Bachelor & MS result (add if any thesis/research project you conducted)
-Research Experience/ Internship / Lab experience / Lab Assistance
-Published article or article in review or progress
-Award/scholarship (not JSC-SSC-HSC)/grant
-Skill you developed relevant to your program (Statistical /Programming skills/management skill/software skills)
-IELTS/TOEFL/GRE score
-Reference
মনে রাখবেন আপনার CV and SOP দেখেই ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করা হবে, সো এমন কিছু লিখবেন না যা থেকে প্রশ্ন করলে আপনার কাছ থেকে উনারা স্যটিস্ফেক্টরি আন্সার পাবে না।
---------------------------------------------------------------------------------------------------------------------------
৪। 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞/𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧s: ইরেস্মাসের জন্য যেই জিনিস টা আপনাকে অনেক ক্যান্ডিডেট থেকে এগিয়ে নিবে তা হলো রিসার্চ স্কিল, এক্সপেরিয়েন্স, পাবলিকেশন। একটা কনফারেন্স পেপার অথবা জার্নাল পেপার থাকা মানে অনেক বড় ব্লেসিং (তবে এটা মনে রাখবেন কোন রকম গার্বেজ না!!)। ইরেসমাসের যেকোনো প্রোগামেই রিসার্চ স্কিল/এচিভমেন্টকে খুবই গুরুত্ব দেয়া হয়। পাব্লিসড যদি না হয়ে যদি রিভিউ অথবা আন্ডার প্রগেস ও থাকে সেটাও হাইলাইট করতে পারেন। যদি তা ও না থাকে ব্যাচেলর এ যে থিসিস অথবা প্রজেক্ট করেছেন তা নিয়েই গুছিয়ে লিখুন SOP তে। আপনার যেকোনো রিসার্চ প্রজেক্ট, এনি রিসার্চ সফটওয়্যার অপরেশন, কোনো ছোটখাটো প্রজেক্টেও যদি এসিট্যান্ট হিসেবে কাজ করুন তা তুলে ধরুন SOP তে। হতে পারে খুবই ছোট কোনো কাজ তবে তা আপনি খুবই প্যাশন নিয়ে করেছেন, প্রচুর শ্রম দিতে হয়েছে এন্ড তা কিছু লেসন পেয়েছেন তাই লিখুন। আপনি নিজেও জানেন না আপনার কোন স্কিল/ কোন প্রজেক্ট এর কোন কি ওয়ার্ড টা আপনাকে ইন্টারভিউ এর জন্য নমিনেটেড করে দিবে।
---------------------------------------------------------------------------------------------------------------------------
৫। 𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰: ইন্টারভিউ সবসময় আপনি ডোমিনেট করবেন, মানে হলো ইন্টারভিউ এর কোন ডিরেকশনে যাবে তা আপনি চুজ করবেন। ধরেন আপনি R প্রোগামিং ভালো জানেন তা CV তে লিখলেছেন ও। এখন প্রফেসর আপনাকে এই রিলেটেড কোনো প্রশ্নই করলো না এর মানে আপনি আপনার এই স্কিল টা শো অফ করতে পারবেন না। কিন্তু ধরেন আপনার একটা পাবলিকেশন আছে যেটাতে আপনি এই স্কিল টা ইউস করেছেন এবং আপনাকে ঐ পেপার সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলো তখন আপনি আন্সার দিতে দিতে বলতে পারেন এই পেপার করতে গিয়ে আমি R এর নলেজ ডেভলাপ করেছি যাতে আপনাকে ফলো আপ প্রশ্ন করলে R থেকে করে, এন্ড আপনি এই বিষয়ের খুঁটি নাটি আরো অনেক বিষয় বলতে পারেন।
ইন্টারভিউ গুলো প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিফার করে, কোনো কোন গুলা হয় সাবজিক্টিভ বেইস, কোনো গুলা কম্পেটেন্সি বেইজ, কোনোটায় বোথ । আমি ২ টা ইন্টারভিউ ফেইস করেছি। ইরাসমাসের সাব্জেক্টিভ বেইজ ইন্টারভিউ এ আপনাকে সাব্জেক্টিভ প্রশ্ন করা হবে, আমাকে ফিজিক্স, ম্যাথ থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল এবং সাথে সাথে আন্সার করে বলতে হয়েছে এটার আন্সার কি হবে। তবে কেমিস্ট্রি এবং ক্যামিকাল ইঞ্জিনিয়ারিং থেকে সেই প্রোগ্রাম রিলেটেড কিছু প্রশ্ন করেছিলো (৫-৬ টা) যেমন, কোয়ান্টাম ক্যামিস্ট্রি, রিয়েকশান ইঞ্জিনিয়ারিং, গিবস ফ্রি এনার্জি, থার্মোডায়নামিক্স লো, ফেইজ ডায়াগ্রাম, হিট ট্রান্সফার, মাছট্রান্সফার ইত্যাদি থেকে। এর পাশাপাশি মোটিভেশনাল ফ্যাক্টর, ফিউচার প্রাস্পেক্টিভ, আমার পাবলিকেশন থেকে এবং ল্যাবের রোলস (কি করেছি ল্যাবে এবং পেপারে কি রোল ছিলো?) ও CV থেকে অনেক প্রশ্ন করেছিলো। পাশাপাশি আমাকে দেয়া হয়েছিলো এবস্ট্রাকট এনালাইসিস। ৫ মিনিট সময়ের মধ্যে একটা এবস্ট্রাকট দেখে আমাকে পুরো রিসার্চ পেপার ডিসকাস করতে হয়েছে। তাছাড়া ওদের যে কোর্স গুলো পড়ানো হবে সেগুলো আমই পছন্দ করি কি না জিজ্ঞেস করে, এবং পছন্দ কেন করি আবার না করলে কেন করিনা?
কম্পিটেন্সি বেইজ ইন্টারভিউ তে আপনাকে যে প্রশ্ন গুলা করতে পারে তা হলো, আপনার মোটিভেশানল ফ্যাক্টর, আপনার CV এর মোস্ট স্ট্রং এন্ড Weak part, আপনার সবচেয়ে Strong and Weak দিক এবং স্পেশিফিক একটা সিনারিও দিয়ে আপনার করণীয় কি এই টাইপ কোয়েশ্চান। অথবা ইন্টারভিউ হতে পারে বোথ, কমিটেন্সি এন্ড সাবজেক্টিভ বেইজ (যেটা সব থেকে বেশি হয় আমাদের কোর্স গুলোতে)। অথবা জাস্ট আপনার সাথে আড্ডা দেয়ার ছলে, আপনি এখন কি করছেন এই সমস্ত প্রশ্ন করতে করতে আপনার উওর থেকেই ফলো আপ কোয়েশ্চান করতে করতে আপনার ইন্টারভিউ হবে। মনে রাখবেন একটা ওয়েল এটেন্ডেড ইন্টারভিউ আপনার অন্য সব ডেফিসিয়েন্সিকে পেছনে ফেলে আপনাকে সিলেক্ট করিয়ে দিতে পারে। কোন প্রোগামের ইন্টারভিউ কেমন হবে তা ঐ প্রোগামে যে গেছে সেই বলতে পারবে। কিন্তু প্রতিবছর ওরা একই প্রশ্ন করে না এবং ইন্টারভিউ এর প্যাটার্ন ও চেইঞ্জ হয়ে থাকে। মোদ্দাকথা SOP & CV ও Interview সব গুলোতেই আপনার মাঝে যে একটা রিসার্চ ইনসাইট আছে সেটা বুঝাতে হবে।
---------------------------------------------------------------------------------------------------------------------------
৬। 𝐈𝐄𝐋𝐓𝐒: IELTS এ ৬.৫ ম্যাক্সিমাম প্রোগামের রিকুয়ারমেন্ট, কোনো প্রোগামে আবার ৭.০০ চায়, কোনো কোনো প্রোগামে ৬.০০ দিয়েও এপ্লাই করা যায়। আপনি ব্যাচেলর যদি English এ করে থাকেন তাহলে কিছু প্রোগামে IELTS এর অল্টারনেটিভ হিসেবে Medium of Instruction দিয়ে এপ্লিকেশন করতে পারবেন। যেটা আমই জানতাম না এখানে এসে দেখেছি অনেকেরই স্কোর নাই। কিন্তু স্কোর থাকলে আপনি এগিয়ে থাকবেন স্বাভাবিক। আইএলটিএস ছাড়া আপনার বাকি প্রোফাইল যদি সোপারভ হয় এবং আপনার কম্পিটিটর থেকে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে আপনার স্কোরের দরকার নাই। কিন্তু ধরেন আপনার প্রোফাইলের মতো সেইম প্রোফাইল নিয়ে একজন এপ্লাই করেছে বাট তার আইএলটিএস স্কোর আছে তাহলে কিন্তু সে এগিয়ে থাকবে! এটা কিভাবে জানবেন বাকিদের প্রোফাইল কেমন? আপনি জানবেন না! আপনার হাতে দুইটা অপশন আইএলটিএস স্কোর নিয়ে এপ্লাই করা আর না হয় ভাগ্যের উপর ছেড়ে দেওয়া।
---------------------------------------------------------------------------------------------------------------------------
৭। 𝐑𝐞𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧: অন্তত গুরুত্বপূর্ণ!! আপনার সম্পর্কে আপনার বর্তমান প্রফেসর কি মনোভাব ধারণ করেন তা স্কলারশিপ অথোরিটির কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার সম্পর্কে আপনার বর্তমান প্রফেসর এর গুণগান করতে হবে। তবে এই গুণগান হতে হবে যথেষ্ট স্ট্র্যটেজিক ও কৌশলী। দুইটা স্ট্যাটমেন্ট লক্ষ্য করুন।
১) রহিমের গবেষণায় আগ্রহ ও দক্ষতা চমৎকার।
২) রহিম আমার আন্ডারে যখন ব্যাচেলর প্রজেক্ট করেছিলো শেষ কিছুদিন এমন ও সময় গেছে যে ওর ৬ ঘন্টা ক্লাস করে বাকি ৬ ঘন্টা ওর আমার সাথে ল্যাবে কাজ করতে হয়েছে। খুবই অল্প সময়ে ও যেভাবে গুছিয়ে লিটারেচার রিভিউ করেছে তা শুধুমাত্র কোনো এক্সট্রাওর্ডিনারি আন্ডারগ্রেড স্টুডেন্ট এর থেকে আশা করা।
আপনার প্রফেসর আপনাকে ভালো বললে তার পেছনে স্পেসিফিক ঘটনা বলতে হবে যে কোন ঘটনার প্রেক্ষিতে আপনি ভালো? আমার প্রফেসর যদি বলে আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ ভালো বলতে হবে কোন ঘটনা থেকে তিনি এটা বুঝতে পেরেছেন।একটা গৎবাধা রিকমেন্ডেশন আর একটা ওয়েল স্ট্রাকচারড রিকমেন্ডেশন এর পার্থক্য এই যে স্ট্রাকচারাল রিকমেন্ডেশনে প্রফেসর বলবে আপনার মধ্যের নোভেল কোয়ালিটিগুলা তিনি কিছু স্পেশিফিক ঘটনা থেকে আবিষ্কার করেছে যা খুব কম সংখ্যক স্টুডেন্ট এর মধ্যেই তিনি পেয়েছেন। এরকম কয়েকটা ঘটনা ৪/৫ টা প্যারাগ্রাফের মধ্যে সাজিয়ে আপনার কোয়ালিটি গুলা আপনার প্রফেসর ডেস্ক্রাইব করবে। মনে রাখবেন রিকমেন্ডেশনে আপনি অনেক কাইন্ড কি না এটা থেকে আপনি গবেষণায় তুখোড় কি না এটা বেশি জরুরি। শেষে আপনার প্রফেসর আপনাকে পার্সেন্টাইল রেটিং দিতে পারে যে আপনার ক্লাসে ১০০ জন ছাত্র থাকে আপনি কত পার্সেন্ট এর উপরে আছেন।
যদি আপনার রিকমেন্ডার আপনাকে রিকমেন্ডেশন এর ড্রাফট দিতে বলে তাহলে এই সব গুলো জিনিস মাথায় নিয়ে লিখতে বসুন। খুব বেশি বাড়িয়ে এমন কিছু লিখবেন না যা সম্পর্কে আপনার ধারণাই নেই, কারণ আপনাকে ইন্টারভিউ তে যেকোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারেন। অবশ্য ডেড লাইনের দিকে খেয়াল করবেন। রিকোমেন্ডেশন মেক্সিমাম প্রফেসরকে সাবমিট করতে হয় তাই উনি ঠিক সময়ে সাবমিট করছেন কি না খেয়াল রাখবেন, মনে করিয়ে দিবেন।
---------------------------------------------------------------------------------------------------------------------------
মোস্ট প্রোগাম গুলোর এপ্লিকেশনের পর সেরা (CG, CV, IELTS, SOP, Recommendation দেখে) ১০% এপ্লিক্যান্ট ভাইবায় ডাকা হয় এখান থেকে ম্যাক্সিমাম ০.৫%-১% স্টুডেন্ট ফুল ফান্ড পায় Ranking অনুযায়ী বাকি ৩%-৪% কে ওরা পার্শিয়াল ও সেল্ফ ফান্ড অফার করে। প্রোগ্রাম টু প্রোগ্রাম সিলেকশন প্যাটার্ন ভিন্ন হয়।
Important Links:
https://www.youtube.com/watch?v=4TwnP3Dy3YI&t=786s
https://www.youtube.com/watch?v=dAcR3QmZxCo
https://www.facebook.com/ErasmusMundusAssociation.Bangladesh
Erasmus Mundus Scholarship Catalogue link:
- https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en
About Erasmus+ program
- https://erasmus-plus.ec.europa.eu/opportunities/opportunities-for-individuals/students
Post Credit:
Jahangir Alom
Graduate Teaching Assistant, University of Oklahoma, USA
MSc in Membrane Engineering for Sustainable Development (MESD)
• University of Montpellier, France
• University of Zaragoza, Spain
• University of Twente, Netherlands