মাদ্রাসা বোর্ডের সনদপত্র সংশোধনের অভিজ্ঞতা - কিভাবে সংশোধন করবেন?

মাদ্রাসা বোর্ডের সনদপত্র সংশোধনের অভিজ্ঞতা - কিভাবে সংশোধন করবেন?

সনদপত্র সংশোধন করার চিন্তা ছিল বেশকিছু বছর ধরেই। কিন্তু কিভাবে কি করবো, কিভাবে সহজ হবে ইত্যাদি বিষয় সম্পর্কে গুগল সার্চ করা, ওয়েবসাইট ভিজিট করা, অনেকের কাছে জিগ্যেস করা হয়েছে শতবার!

⚠️ নোট: বলে রাখি, ভুল ছিল আমার নিজের নামে এবং আমার মায়ের নামে। বোর্ড: মাদরাসা।

খুঁজতে খুঁজতে একজনের থেকে একটি আইডিয়া পেলাম যে, এভিডেভিড করতে হবে শুরুতে। এবার কাজ শুরুর পালা।

১/ প্রথমে জন্মনিবন্ধন সংশোধন করালাম। ইউনিয়ন পরিষদ বা সিটি করপোরেশন থেকে। (খরচ: ১০০ টাকা)

২/ যেসব সনদপত্র এবং নম্বরপত্র সংশোধন করবো, সেগুলো আমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করলাম। (খরচ: উত্তোলন ফী)

(JDC/JSC, Dakhil/SSC, Alim/HSC)

৩/ কম্পিউটারের দোকান থেকে ১০০ টাকার ৩টি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে আমার সমস্যাগুলো উল্লেখ করে টাইপিং করে প্রিন্ট করলাম। (খরচ: ১০০/২০০ টাকা)

৪/ এবার ওই ৩টি স্ট্যাম্প, জন্ম নিবন্ধন, বাবা/মায়ের NID কার্ড এবং সনদপত্র-নম্বারপত্র নিয়ে চলে গেলাম জেলা জজ আদালত সদরঘাট, ঢাকা।

(জজ আদালত প্রতিটি জেলায়ই থাকে সেখান থেকেই করা যায়)

৫/ সেখানে একজন এডভোকেটের মাধ্যমে নোটারি পাবলিকের কাছে গেলাম এবং সবকিছু ভেরিফাই করে সিল/সাক্ষর করে এভিডেভিড কমপ্লিট করে দিলেন।

এর পাশাপাশি স্কুলের ক্ষেত্রে মেজিস্ট্রেটের সিল সাক্ষরও দরকার হয়। (খরচ: নোটারীর জন্য সরকারি ফী ১০০ টাকার মতো। তবে, এডভোকেটকে দিতে ৫০০-১০০০ই এনাফ কিন্তু আমি দেইনি)

৬/ এভিডেভিড করার পর, ওই এভিডেভিড দিয়েই পত্রিকার বিজ্ঞাপন করে নিলাম procharok.com এর মাধ্যমে। Procharok ওয়েবসাইটে যোগাযোগের একটি নাম্বার রয়েছে কল দিয়ে সরাসরি কথা বলে নিয়েছিলাম। (খরচ: অক্ষর অনুযায়ী ১৫০০-২০০০ টাকা)

৭/ পরের দিন পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়ে গেল। সকালে পত্রিকাটি সংগ্রহ করলাম। এরপর পত্রিকার বিজ্ঞাপন কাটিং, এভিডেভিড, জন্ম নিবন্ধন, ১ কপি ছবি, আমার সকল সনদ/নম্বারপত্র এবং বাবা-মায়ের NID সবগুলো একত্রিত করে ধাপে ধাপে সবগুলোর ছবি তুলে নিলাম। (যেহেতু মায়ের নামে ভুল তাই ডকুমেন্টস হিসেবে মায়ের NID ও জন্ম নিবন্ধন ব্যবহার করেছি)

৮/ এরপর ওই ছবিগুলো মাদরাসা/স্কুলের কম্পিউটার অপারেটরের কাছে দিবেন। (আমি দিয়েছিলাম এমন একজনের কাছে যিনি মাদরাসার সকল কাজ করে থাকেন)

তো, সবগুলো ছবি দেওয়ার পর মাদরাসা/স্কুলের EIN নাম্বার এবং Password দিয়ে সেই ব্যক্তবদি Login করে এপ্লাই করে দিয়েছে।

⚠️ নোট: প্রথমবার এপ্লাই করার ক্ষেত্রে প্রতিটি সংশোধনের জন্য বোর্ড ফী ৫০০ টাকা। যেমন: আপনার নাম সংশোধন ৫০০ টাকা, আপনার বয়স সংশোধন ৫০০ টাকা, মায়ের নাম সংশোধন ৫০০ টাকা, বাবার নাম সংশোধন ৫০০ টাকা ইত্যাদি। এই টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হয়। এক্ষেত্রে অনলাইন ব্যাংকিং যেমন: বিকাশ/নগদ/রকেট সিলেক্ট করেও জমা দিতে পারবেন। এপ্লাই শেষে এপ্লাইয়ের ফর্ম এবং টাকা জমার রশিদ সংগ্রহে রাখলাম।

পাশাপাশি আমার মোবাইল নাম্বারে ম্যাসেজ আসলো, ১টি নাম্বার এবং পাসওয়ার্ড। যা দিয়ে আমার এপ্লাইয়ের Last Update দেখতে পারবো। (খরচ: ২০০/৫০০ কম্পিউটারের ব্যক্তিকে যা দিয়ে খুশি করতে পারেন)

৯/ এরপর অপেক্ষা করলাম বোর্ড মিটিংয়ে ডাকবে সেজন্য, মিটিংয়ে ডাকলে মোবাইলে একটি ম্যাসেজ আসবে 'অমুক তারিখে মিটিংয়ে উপস্থিত থাকুন'।

(বোর্ড মিটিংয়ে ডাকলে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। ডেকে ২-১টি প্রশ্ন করা হয় যেমন, জন্ম নিবন্ধন কি পড়াশুনা শুরু করার আগে থেকে সঠিক ছিল কি-না ইত্যাদি। উত্তর হবে: হ্যাঁ আগে থেকেই সঠিক)

এরপর সংশোধন হয়ে ম্যাসেজ আসবে Application has been Closed.

এর নিচেই একটি লিংক পেলাম, ক্লিক করে ম্যাসেজের ওই নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগিন করলাম। দেখলাম সংশোধন হয়েছে এবং সার্টিফিকেট উত্তোলন করার নিয়ম বলে দিয়েছে। Apply Now তে ক্লিক করে, যেই যেই সনদপত্র/নম্বারপত্র উত্তোলন করবো সেগুলো এবং Fresh Copy অপশন সিলেক্ট করলাম। প্রতি বছরের সনদ ৫০০ টাকা এবং নম্বারপত্র ৫০০ টাকা। মোট JDC/JSC, Dakhil/SSC, Alim/HSC-র জন্য ৩০০০ টাকা অনলাইন ব্যাংকিং বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিয়ে একটি ফর্ম এবং পেমেন্ট স্লিপ ডাউনলোড করলাম।

১০/ কয়েকদিন পর ম্যাসেজ আসলো, Documents is Ready লেখা। চলে গেলাম বোর্ডে সনদপত্র/নাম্বারপত্র উত্তোলন করতে। সাথে প্রিন্ট করে নিয়ে গেলাম, উত্তলনের ফর্ম, পেমেন্ট স্লিপ এবং পুরাতন সনদপত্র/নম্বারপত্র। গিয়ে জমা দেওয়ার কিছুক্ষণ পর ফ্রেশ কপি আমার হাতে পেলাম। যেগুলোর ছবি নিচে আপলোড করা হয়েছে।🥰

⚠️ বিশেষ নোট: Ebtedayee/PSC সংশোধন করতে চাইলে সনদপত্রসহ অন্যান্য ডকুমেন্টস নিয়ে নিজ উপজেলা শিক্ষা অফিস থেকে সংশোধনীর একটি চিঠি এনে মাদরাসা বোর্ড/PSC বোর্ডে জমা দিলে ১-২ দিনের মধ্যেই সংশোধন হয়ে যাবে। (এটি না করেও বাকিগুলো সংশোধন করা সম্ভব)

👉 আর হ্যাঁ, শিক্ষাবোর্ড ভেদে সামান্য তারতম্য থাকতে পারে, তবে মূল বিষয় উপরেরগুলোই।

–আপলোড দেওয়া সবগুলো ছবি দেখুন, তাহলে বুঝতে আরও সহজ হবে।💙

–শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়।🌸

إرسال تعليق

أحدث أقدم