ঘরোয়া জিনিস দিয়ে অর্গানিক সার তৈরির টিপস

ঘরোয়া জিনিস দিয়ে অর্গানিক সার তৈরির টিপস

ছাদ বাগান বা টবে চাষে রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করুন ঘরোয়া জিনিসপত্র।

ক্যালসিয়াম ঘাটতি পূরণে

ডিমের খোসা গুড়ো করে মাটিতে দিন।

অল্প চুনের পানি দিলেও ক্যালসিয়ামের অভাব দূর হয়।

নাইট্রোজেনের ঘাটতি পূরণে

চাল বা ডাল ধোয়া পানি ব্যবহার করুন।

ভাতের মাড় মিশ্রিত পানি গাছের গোড়ায় দিন।

পটাশিয়ামের জন্য

কলার খোসা ও পেঁয়াজের খোসা ৩ দিন পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ব্যবহার করুন।

চা পাতার লিকার

ব্যবহৃত চা পাতার লিকার নাইট্রোজেনের চমৎকার উৎস।

সবজির উচ্ছিষ্ট সার

সবজির উচ্ছিষ্ট পানি সহ পাত্রে জমিয়ে ৭ দিন পর তরল সার হিসেবে ব্যবহার করুন।

পোকা দমনে প্রাকৃতিক উপায়

নিম তেল ও সাবান পানি মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করুন।

পোকা থাকুক বা না থাকুক সব গাছে স্প্রে করলে পোকামাকড়ের আক্রমণ অনেক কমে যাবে।

প্রকৃতির কাছ থেকে পাওয়া এই ঘরোয়া সারই আপনার গাছকে দেবে স্বাস্থ্য ও ফলন।

إرسال تعليق

أحدث أقدم