লিংকডইনে নেটওয়ার্ক স্ট্রং করতে, কানেকশান বৃদ্ধি করতে একজন প্রফেশনালের করনীয় কি কি?

লিংকডইনে নেটওয়ার্ক স্ট্রং করতে, কানেকশান বৃদ্ধি করতে একজন প্রফেশনালের করনীয় কি কি?

লিংকডইনে অ্যাকটিভ হওয়া ছিলো, আমার লাইফের বেস্ট ডিসিশান। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কর্পোরেটে প্রশিক্ষণ করাতে গিয়ে আমি দেখেছি, অনেকেই আছেন লিংকডইনে প্রোফাইলটাই ইনকমপ্লিট আবার অনেকে আছেন লিংকডইনে অ্যাকটিভ নন।

তো আসলে লিংকডইনে নেটওয়ার্ক স্ট্রং করতে, কানেকশান বৃদ্ধি করতে একজন প্রফেশনালের করনীয় কি কি? 

১। প্রোফাইল কমপ্লিট করা – প্রফেশনাল হেডলাইন, ভালো কোয়ালিটি প্রোফাইল পিকচার, ব্যাকগ্রাউন্ড ব্যানার, বিস্তারিত সারমারি, এক্সপেরিয়েন্স ও স্কিল যোগ করা।

২। পার্সোনালাইজড কানেকশন রিকোয়েস্ট পাঠানো – শুধু “connect” না, বরং ছোট্ট একটা মেসেজ লিখে কেন কানেক্ট হতে চান জানানো।

৩। রিলেভেন্ট ইন্ডাস্ট্রির লোকদের সাথে কানেক্ট করা – শুধু ফ্রেন্ড না, বরং আপনার টার্গেট ইন্ডাস্ট্রি, HR, রিক্রুটার, সিইও, টপ প্রফেশনালদের সাথে কানেক্ট করুন।

৪। অ্যাকটিভ থাকা – নিয়মিত পোস্ট, কমেন্ট, রিঅ্যাকশন ও শেয়ার করুন।

৫। ভ্যালু অ্যাড করা – শুধু নিজের কথা নয়, অন্যদের পোস্টেও ইনসাইটফুল কমেন্ট করুন।

৬। গ্রুপে অ্যাকটিভ থাকা – আপনার প্রফেশনের সাথে সম্পর্কিত LinkedIn Groups-এ যোগ দিয়ে আলোচনা করুন।

৭। নেটওয়ার্ককে হেল্প করা – যদি কাউকে কোনো জব লিড, রিসোর্স বা ইনফরমেশন দিতে পারেন, দিন। এতে আপনার ক্রেডিবিলিটি বাড়বে।

৮। কনসিস্টেন্সি রাখা – সপ্তাহে ৩-৪ দিন অ্যাকটিভ থাকুন।

৯। ইনবক্স রিলেভেন্টলি ব্যবহার করা – অপ্রয়োজনীয় মেসেজ নয়, বরং প্রফেশনাল ও হেল্পফুল মেসেজ করুন।

১০। নিজেকে পজিশন করা – নিজের এক্সপার্টাইজ ও থট লিডারশিপ দেখান।

এবারে আসা যাক, ডেইলি বেসিসে লিংকডইনে কি কি কন্টেন্ট পোস্ট করা যাবে? 

১। ইন্ডাস্ট্রি আপডেট / নিউজ – আপনার ইন্ডাস্ট্রির নতুন টুল, ট্রেন্ড বা চ্যালেঞ্জ নিয়ে শেয়ার করুন।

২। প্রফেশনাল টিপস / গাইডলাইন – আপনার ফিল্ডে ছোট ছোট হ্যাকস, টেকনিক বা সলিউশন লিখুন।

৩। ক্যারিয়ার জার্নি / পার্সোনাল এক্সপেরিয়েন্স – আপনার শেখা, ব্যর্থতা, বা মাইলস্টোন নিয়ে লিখুন।

৪। কেস স্টাডি / রিয়েল লাইফ এক্সাম্পল – কাজের অভিজ্ঞতা থেকে শেখা উদাহরণ দিন।

৫। ইনফোগ্রাফিক / ভিজ্যুয়াল পোস্ট – কোনো প্রসেস, ডেটা বা স্ট্যাটিস্টিক্স ভিজ্যুয়ালি শেয়ার করুন।

৬। স্টোরিটেলিং কন্টেন্ট – একটি গল্প আকারে আপনার অভিজ্ঞতা লিখলে এনগেজমেন্ট বেশি হয়।

৭। মোটিভেশনাল / ইনস্পিরেশনাল পোস্ট – নিজের জার্নি বা অন্যের সফলতা থেকে মোটিভেশনাল লেখা।

৮। পোল / প্রশ্ন – অডিয়েন্সকে এনগেজ করতে একটি প্রশ্ন বা পোল করুন।

৯। সাকসেস শেয়ার / অ্যাচিভমেন্ট – নতুন সার্টিফিকেশন, প্রোজেক্ট, প্রমোশন, বা মাইলস্টোন শেয়ার করুন।

১০। ভিডিও কন্টেন্ট – নিজের ভয়েসে ছোট টিপস, লার্নিং, বা থট শেয়ার করুন।

Post a Comment

Previous Post Next Post