ফেসবুকে Content Monetization ফিচার এখন সবার জন্য উন্মুক্ত

ফেসবুকে Content Monetization ফিচার

কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্টোরি ও টেক্সট ইত্যাদি কনটেন্ট পোস্ট করে অর্থ উপার্জন করা। ফেসবুক এই ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। 

নিচে পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া দেওয়া হলোঃ

Professional Mode চালু করুন (প্রোফাইল ব্যবহার করলে): 

প্রোফাইলে গিয়ে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর, “Turn on Professional Mode” অপশন সিলেক্ট করুন।

Professional Dashboard-এ যান:

- প্রোফাইল বা পেজ থেকে “Professional Dashboard” এ প্রবেশ করুন।

- Dashboard-এর শেষ মেনুতে “Monetization” অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

- Monetization মেনুর “Not Yet Available” সেকশনের মধ্যে Content Monetization অপশন দেখতে পাবেন।

নোট: “Not criteria met”, অর্থাৎ আপনি এখনো এই ফিচারের জন্য যোগ্য নন।

“I’m Interested” বাটনে ক্লিক করুন: 

Content Monetization অপশনে গিয়ে “I’m Interested” বাটনে ক্লিক করুন। একটি ছোট মেসেজ বক্স আসবে। মেসেজ লিখুন:

উদাহরণ: “Hi Facebook Team, I am interested in using the Content Monetization feature. I regularly post original videos and photos and would appreciate access to this tool. Thank you for your consideration.”

“Submit Interest” বাটনে ক্লিক করুন: 

মেসেজ লেখার পর “Submit Interest” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

আবেদন করার পর করণীয়:

- নিয়মিত নিজের তৈরি করা উচ্চমানের ভিডিও, রিল ও ছবি পোস্ট করুন।

- প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করুন।

টিপস: যত বেশি এনগেজমেন্ট পাবেন, ফেসবুক তত দ্রুত আপনার প্রোফাইল বা পেজে কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করবে।

ধৈর্য ধরুন: ফেসবুক সাধারণত কয়েক দিনের মধ্যে আবেদন রিভিউ করে। নির্ধারিত যোগ্যতা পূরণ হলেই কনটেন্ট মনিটাইজেশন ফিচারটি চালু করে দেবে।

Community Standards মেনে চলুন: ফেসবুকের নীতিমালা অনুসারে সহিংসতা, ঘৃণাসূচক ভাষা, স্প্যাম বা ভুয়া তথ্য প্রদান থেকে বিরত থাকুন।

মনে রাখবেন: কনটেন্ট মনিটাইজেশন ফিচার আপনি পাবেন কি না, তা নির্ভর করবে আপনার কনটেন্টের মান ও একটিভিটির ওপর। সময় নষ্ট না করে এখনই আবেদন করুন। এতে সোনার হরিণ খুব দ্রুত আপনার বাড়ি চলে আসবে।❤

Post a Comment

Previous Post Next Post