How to WES in BUET?

বুয়েটে WES করার নিয়মাবলী

WES করতে খরচ পরবে ২১৮ ডলার এবং একটা ইউনিভার্সিটিতে WES এর স্কোর পাঠাতে নিবে ৪০ ডলার করে। WES এর ওয়েবসাইটে ফর্মপূরন করে, পেমেন্ট করে, সেই ফর্ম, Certificate এবং Transcript এর ফটোকপি নিয়ে কম্পট্রোলার অফিসের ২ তালায়, ডানদিকের একেবারে ভেতরের রুমে যাবেন।

বুয়েটে WES করার নিয়মাবলী


বুয়েট এগুলা সত্যায়িত করে দিবে। আপনি যদি সত্যায়িত কাগজ পরেরদিন পেতে চান তাহলে ২৫০০ আর যদি ১ সপ্তাহ পর পেতে চান তাহলে ২০০০ টাকা ওখানেই জমা দিতে হবে।


সত্যায়িত হয়ে গেলে বুয়েট একটা খামে করে সিল দিয়ে দিবে। এগুলা নিয়ে নিকটস্থ কোনো কুরিয়ার সার্ভিসে (DHL কাটাবন মোড়) করে WES এর অফিসে পাঠিয়ে দিবেন। 

DHL এর অফিস আপনার NID card দেখতে চায়, এই জন্য NID নিয়ে যেতে পারেন, অথবা ফটোকপি দেখাতে পারেন কিংবা NID এর ছবি মেইল করতেও পারেন। 


এরপর ১ সপ্তাহ এর মধ্যে ডকুমেন্টস WES এর অফিসে চলে যাবে। DHL কর্তৃপক্ষ Delivered দেখালেও WES তাদের ওয়েবসাইটে ৩/৪ দিন পর আপডেট দিবে। এবার আপনাদের কাজ শেষ। বুয়েট কর্তৃপক্ষ এর কাছে মেইল গেলে তারাই ভেরিফাই করে দিবে। আপনার কোন ফোন কিংবা মেইল দেয়ার দরকার নাই। বুয়েট কর্তৃপক্ষ ভেরিফিকেশন করার ৩/৪ দিন পর WES তাদের Status change করে।


প্রশ্নঃ WES করতে কতদিন লাগে? 


আমি এবং আমার বন্ধু একই সাথে DHL এ করে ডকুমেন্ট পাঠালেও আমার বন্ধুর ২৩ দিন লাগে, আর আমার ৩৫ দিন লাগে। 


প্রশ্নঃ WES এর Status Change না হলে কি করবো?


আমার বন্ধুর WES এর কাজ শেষ হয়ে গেলেও আমার Status ই চেঞ্জ হচ্ছিলো না। WES এর ওয়েবসাইটে দেয়া নাম্বারে ফোন দিলাম। Ref ID, Birth Date বললাম। বললাম যে আমার ইউনিভার্সিটি ভেরিফিকেশন করেছে ১০ দিন হয়ে গেছে, কোনো Status Change হচ্ছে না, ১ ঘন্টার মধ্যে Status Change হয়ে গেলো।

কলরেট ১০ টাকা করে, ফোনে ১০০ টাকা ঢুকিয়ে ফোন দিয়েন। 


প্রশ্নঃ CGPA কি বাড়ে নাকি কমে?

আমার যেটা মনে হলো, CGPA 3.00-3.5 এর মধ্যে থাকলে 0.04 বাড়ে, আর 3.5 এর বেশি হলে 0.07 বাড়ে। 


إرسال تعليق

أحدث أقدم