প্রোগ্রাম: ব্যাচেলর (৪ বছর মেয়াদী), মাস্টার্স (২ বছর মেয়াদী), পিএইচডি (৩ বছর মেয়াদী)
ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস যা সংক্ষেপে আইসিসিআর স্কলারশিপ নামে পরিচিত ভারতের সরকারি স্কলারশিপ নামে পরিচিত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আইসিসিআর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) এর লক্ষ্য ভারতের বাহ্যিক সাংস্কৃতিক সম্পর্ক সম্পর্কিত নীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা; ভারত এবং অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াকে লালন ও শক্তিশালী করা।
স্কলারশিপের আওতায় সুবিধাসমূহঃ
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান।
২. প্রতি মাসে ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের ১৮ হাজার ভারতীয় রুপি (২০ হাজার বাংলাদেশি টাকা), মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের ২০ হাজার ভারতীয় রুপি (২২ হাজার বাংলাদেশি টাকা), এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের ২৫ হাজার ভারতীয় রুপি (২৭ হাজার বাংলাদেশি টাকা) প্রদান করা হবে।
৩. থিসিস সংক্রান্ত ব্যায়ের জন্য ৭-১০ থিসিস সংক্রান্ত ব্যায়ের জন্য ৭-১০ হাজার ভারতীয় রুপি প্রদান করা হবে।
৪. এছাড়াও হাউজ রেন্ট এলাওয়েন্স এর সাথে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতাসমূহঃ
১. ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ৩০ বছরের মধ্যে হতে হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হবে।
২. ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবার ক্ষেত্রে এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় রেজাল্ট অন্তত ৩.০/৫.০ থাকতে হবে। গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে সিজিপিএ অন্তত ২.৫/৪.০ স্কেলে থাকতে হবে।
৩. যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আবেদন করবেন, তাদের এইচএসসি'তে পদার্থ, রসায়ন এবং গণিত থাকতে হবে।
৪. এই স্কলারশিপে আবেদন করবার সময় ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণে আইএলটিএস স্কোর থাকা বাধ্যতামূলক নয়। কাজেই, আইএলটিএস স্কোর ছাড়াই আবেদন করা যাবে। তবে, আইএলটিএস স্কোর থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
৫. যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
যে সকল ইউনিভার্সিটিতে আবেদন করা যাবেঃ
Ahmedabad:
1. National Forensic Sciences University
2. Gujrat Technological University
3. Gujarat University
4. Hemachandracharya North Gujarat University
5. Maharaja Sayajirao University of Baroda
6. Sardar Patel University
7. Veer Narmad South Gujarat University
8. Central University of Gujarat
9. Shree Somnath Sanskrit University Gujarat
10. Rashtriya Raksha University (RRU)
Bengaluru:
11. University of Mysore
12. Mangalore University
13. Karnatak University Pavate Nagar Dharwad
14. Visvesvaraya Technological University
15. Bangalore University
Bhopal:
16. Devi Ahilya Vishwavidyalaya
17. Vikram University
18. Dr Harisingh Gour Vishwavidyalaya University Road Sagar 470003 Madhya Pradesh
19. The Indira Gandhi National Tribal University
20. Pt. Ravish Ankur Shukla University
21. Mahatma Gandhi Chitrakoot Gramodaya Vishwavidyalaya Chitrakoot Satna
22. Rajiv Gandhi Proudyogiki Vishwavidalya, Gandhi Nagar, Bhopal
Bhubaneshwar:
23. Utkal University
24. Ravenshaw University
25. Sambalpur University
26. Veer Surendra Sai University
Chennai:
27. Alagappa University
28. Bharathiar University
29. University of Madras
30. Central University of Tamil Nadu
31. Pondicherry University
Goa:
32. Goa University
Hyderabad:
33. Andhra University
34. Jawaharlal Nehru Technological University, Hyderabad
35. Maulana Azad National Urdu University
36. University of Hyderabad
37. Osmania University
38. English and Foreign Languages University
39. Rastriya Sanskrit Vidya peeth, Hyderabad
40. Kakatiya University Vidyaranyapuri Hanamkonda Warangal
Jammu:
41. University of Jammu
Kolkata:
42. The University of Burdwan
43. Calcutta University
44. Jadavpur University
45. Kalyani University
46. University of North Bengal
47. Rabindra Bharati University
48. West Bengal State University
49. Viswabharati, Santiniketan
50. Visva Bharti University Birbhum
51. Presidency University
52. Bankura University, West Bengal
Lucknow:
53. University of Lucknow
54. Babasaheb Bhimrao Ambedkar University
55. Aligarh Muslim UniversitY
56. Gurukula Kangri Vishwavidalya
57. Hemawati Nandan Bahunga Garhwal University
58. Sardar Vallabhbhai Patel University of Agriculture and Technology Meerut
59. Kumaun UniversitY
Mumbai:
60. Shivaji University
61. Mumbai University
62. Sant Gadge Baba Amravati University
63. Smt. Nathibai Damodar Thackersey Women's University
64. Visvesvaraya National Institute of Technology, Nagpur
65. Dr Babasaheb Ambedkar Marathwada University
Patna:
66. Nalanda University Bihar
67. Central University of South Bihar
68. Central University of Jharkhand
69. Mahatma 6andhi Central University Motihari Bihar
Pune:
70. Savitribai Phule Pune University
Shillong:
71. Manipur University
72. Mizoram University
73. Nagaland University
74. North-Eastern Hill University
75. Rajiv Gandhi University
76. Tripura University
Trivandrum:
77. Calicut University
78. Kerala University
79. Cochin University of Science & Technology
80. Mahatma Gandhi University, Kottayam
81. Central University of Kerala
Varanasi:
82. Banaras Hindu University
Delhi:
83. Himachal Pradesh University
84. Punjab University (Chandigarh)
85. Kurukshetra University
86. Punjabi University, Patiala
87. Guru Nanak Dev University
88. Maharishi Dayanand University
89. Guru Jambeshwar University of Science and Technology
90. University of Rajasthan
91. Jawaharlal Nehru University
92. Delhi University
93. Jamia Milia Islamia
94. Delhi Technological University
95. Central University of Rajasthan
96. Central University of Haryana
97. Central University of Punjab
98. Gautam Buddha University
99. J. C. Bose University of Science and Technology, YMCA, Faridabad
100. Dr B.R. Ambedkar University Delhi
101. Dibrugarh University
102. Gauhati University
103. Sikkim University
104. Tezpur University
আবেদন করতে যা যা লাগবে:
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. একাডেমিক পেপারস।
৩. রেফারেন্স লেটার দুইটি।
৪. স্টেটমেন্ট অব পারপাস।
৫. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
৬. ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট (আইসিসিআর ওয়েবসাইটে পাবেন)।
৭. জন্ম নিবন্ধন (ইংরেজি) অথবা, ন্যাশনাল আইডি কার্ড।
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)।
৯. আইএলটিএস স্কোর (যদি থাকে)।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে আইসিসিআর ওয়েবসাইট থেকে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট প্রিন্ট করে নিয়ে উল্লেখিত হেলথ টেস্ট করিয়ে কোন সরকারি মেডিক্যাল কলেজের অফিসার হতে সত্যায়িত করিয়ে নিতে হবে। এরপর অনলাইনে সঠিক নির্দেশনা মেনে ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে হবে। এই স্কলারশিপে আবেদন করবার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে সরাসরি মেসেজ করুন। আমরা আবেদনকারীর হয়ে ফুল স্টেটমেন্ট অব পারপাস রাইটিং সাপোর্টসহ ফুল অনলাইন এপ্লিকেশন প্রসেস করে থাকি। আমাদের অনলাইন সাপোর্ট ফিঃ ৭৬৫০ টাকা (ব্যাচেলর), ৮৬৭০ টাকা (মাস্টার্স এবং পিএইচডি)। আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে অবশ্যই প্রয়োজনীয় পেপারস এর স্ক্যান কপি ইমেইল করবার পর সাপোর্ট ফি অগ্রিম বিকাশে প্রদান করতে হবে, ধন্যবাদ।
এপ্লিকেশন ডেডলাইনঃ ৩০শে এপ্রিল, ২০২২।
স্কলারশিপ বিজ্ঞপ্তি লিঙ্কঃ https://tinyurl.com/5n6tafze