২০২১ সালের ৭ টি Unique এবং Useful Apps সম্পর্কে জেনে নিন

 এই পোস্টে  আমরা 2021 সালের কিছু unique and most useful apps Suggest করব। আশা করি ভালো লাগবে।



Unseen messenger : 

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এর মেসেজ ডিলিট করার পরেও এখানে স্টোর হয়ে থাকে। তাই আপনি ডিলিট করা মেসেজও এটা দিয়ে দেখতে পারবেন।


Save story : 


এটা আমি দুই ক্ষেত্রে ইউজ করি। একটা হচ্ছে যে, কারো মেসেঞ্জার এর ভিডিও স্টরি ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে আর একটা হচ্ছে এটা দিয়ে মেসেজ সিন করলেও সেন্ডার বুঝতে পারবে না।


Netguard : 

ধরেন আপনি পড়ার টপিক বোঝার জন্য ইউটিউবে গেলেন। তো ডাটা কানেকশন তো অন করতে হবে। সেই সুযোগে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপস ডাটা নিয়ে নেয়। এবং তখন কেউ মেসেজ দিলে delivered দেখায়। তখন সেন্ডার বলে যে এত ভাব বাড়ছে সিন করিস না অনলাইনে থেকেও! 

এই ঝামেলা থেকে বের হওয়ার জন্যই এই অ্যাপস


Apk extractor : 


প্লে স্টোর থেকে ডাউনলোড দিলে ফোন স্টোরেজে সেভ হয়না। এটা দিয়ে আপনি অ্যাপসকে এক্সট্রাক্ট করে ফোনে জমা করে রাখতে পারবেন। পরবর্তীতে অ্যাপস আনইন্সটল করার পরে নতুন করে প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে না।


Lockwatch : 


এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোন কে চুরি করছে, কোথায় নিয়ে গেছে সব জানতে পারবেন শুধু আপনার ফোনে ডাটা কানেকশন আর লোকেশন অন থাকলেই


YouTube vanced : 


এটাতে সুবিধা হচ্ছে ইউটিউব এর আর কোন এডস আসবেনা, ভিডিও কে অডিও হিসেবে শুনতে পারবেন, এবং পপ আপ স্ক্রিন করেও শুনতে পারবেন।


Brave : 


ক্রোম ব্রাউজারের ডুপ্লিকেট কিন্তু এটাতে কোন এডস আসবে না।


এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। আশা করি একজনের হলেও উপকারে আসবে ইন শা আল্লাহ্।

إرسال تعليق

أحدث أقدم