Military Institute of Science and Technology (MIST) এর প্রাক্তন স্টুডেন্ট (Alumni) যারা টেস্টিমোনিয়াল, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট নিতে ইচ্ছুক, তাদের সুবিধার্থে আজকের এই পোস্ট।
ট্রান্সক্রিপ্ট নেবার জন্য প্রথমে MIST এর DSW office থেকে একটা Testimonial নিতে হবে।
Testimonial নেবার পর্যায়ক্রমিক পদ্ধতি:
১। MIST যেয়ে Admin Wing building এর লিফট এর ৭ এ যেয়ে DSW office থেকে টেস্টিমোনিয়াল এর একটা ফরম নিতে হবে। নিজের নাম, পিতা-মাতার নাম লিখতে হবে।
৩। Academic Wing বিল্ডিং এ আবার ফেরত এসে লিফট এর ২ এ যেয়ে লাইব্রেরিয়ান এর কাছ থেকে সিলসহ সাইন নিতে হবে।
৪। Academic Wing বিল্ডিং এর লিফট এর ১ এ যেয়ে Civil Admin এর সিলসহ সাইন নিতে হবে।
৫। Academic Wing বিল্ডিং এর লিফট এর ৬ এ যেয়ে Controller of Examination এর সিলসহ সাইন নিতে হবে।
৬। এর মধ্যে যখনই সময় পাবেন, Academic Wing বিল্ডিং এর Ground floor এর বাম পাশে Trust Bank এ টাকা জমা দেবার জায়গা আছে। ওইখানে ৪০০ টাকা জমা দিয়ে টাকা জমা দেবার স্টুডেন্ট কপি নিয়ে নিবেন।
৭। উপরের সব কাজ শেষ হলে সাইনকৃত ফর্ম, বিলের কপি এবং SSC certificate এর একটা কপি নিয়ে লিফট এর ৭ এ DSW Office এ জমা দিয়ে দিবেন।
আপনার Testimonial সংক্রান্ত কাজ শেষ।
ট্রান্সক্রিপ্ট নেবার পর্যায়ক্রমিক পদ্ধতি:
১। প্রথমে নিম্নের ওয়েবসাইটে যেয়ে সাইন আপ করে লগ ইন করবেন (সাইন আপ করা থাকলে তো প্যারা নাই)
https://certificateapplication.bup.edu.bd/Security/Login.aspx
২। এরপর ট্রান্সক্রিপ্ট অপশনে যেয়ে এপ্লাই করে ৫০০ টাকা জমা দিলেই শেষ। ইমার্জেন্সি লাগলে ৫০০ টাকা অতিরিক্ত যোগ করতে হবে।
যারা মূল সার্টিফিকেট তুলতে চান, তাদের জন্য আরো সহজ। উপরের লিংক এ যেয়ে একই পদ্ধতিতে সার্টিফিকেট এর জন্য আবেদন করে ২০৩০ টাকা জমা দিলেই শেষ। ইমার্জেন্সি লাগলে ৫০০ টাকা অতিরিক্ত।
ছোট্ট একটা পরামর্শ, সকাল সকাল (১০ টার মধ্যে) যাবার চেষ্টা করবেন। যদি ১২ টার মধ্যে সব কাজ করতে পারেন, তাহলে দিনের দিনেই আপনি টেস্টিমোনিয়াল হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
Written by-
Shahriar Islam