Microsoft Word - এ Plagiarism Check করুন সম্পূর্ণ ফ্রিতে

Microsoft Word - এ Plagiarism Check করুন সম্পূর্ণ ফ্রিতে

আমরা অনেকেই ভাবি Research এ প্লেজিয়ারিজম চেক মানেই আলাদা ওয়েবসাইট, টাকা, ঝামেলা। অথচ তোমার কম্পিউটারে থাকা সাধারণ Microsoft Word এর মধ্যেই আছে অনলাইনে similarity চেক করার অপশন। 

মানে তোমার লেখা কতটা কপি হতে পারে বা অন্যদের লেখার সঙ্গে কতটা মিলে গেছে, সেটা অনেকটাই বুঝে নিতে পারবে একদম ফ্রি। থিসিস পেপার্স সাবমিশন করতে গিয়ে অনেকেরই হাত কাঁপে, ঠিক হয়েছে তো?

ধরো তুমি থিসিস, অ্যাসাইনমেন্ট বা কোনো আর্টিকেল লিখেছ। এখন কীভাবে Microsoft Word দিয়ে similarity চেক করবে, একদম সহজ ভাষায় দিচ্ছি ধাপে ধাপে।

১. প্রথমে তোমার লেখা পুরোটা শেষ করো। যা যা লিখবে, ইন্ট্রো, মেইন পার্ট, কনক্লুশন, সব লিখে নাও। তারপর তুমি যে বই, আর্টিকেল, ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছ, সেগুলোর ইন–টেক্সট সাইটেশন ঠিকমতো দাও আর শেষে রেফারেন্স লিস্ট বানিয়ে রাখো। মানে আগে নিজের দায়িত্বটুকু ঠিকঠাক শেষ করো।

২. এখন Microsoft Word ওপেন থাকা অবস্থায় উপরে যেখানে Home, Insert, View এসব লেখা থাকে, সেখানে গিয়ে Review নামের অপশনটা খুঁজে বের করো। ওটাই এখন তোমার মেইন জায়গা। Review–এ ক্লিক করো।

৩. Review–এ ঢোকার পর একটু বামে তাকাও। সেখানে Editor নামে একটা অপশন দেখতে পাবে। সাধারণত একদম শুরুতেই থাকে। এই Editor এ ক্লিক করো। এখান থেকেই তুমি grammar ঠিক করা আর similarity দুটোই পাবা।

৪. Editor এ ক্লিক করলে ডান পাশে একটা সাইড প্যানেল খুলবে। এখানে তোমার লেখার spelling, grammar, clarity ইত্যাদি নিয়ে আলাদা আলাদা সেকশন দেখতে পাবে। তাড়াহুড়া না করে প্যানেলটা আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করো।

৫. উপরের দিকে Edit score লেখা একটা জায়গা দেখবে। এটা বলবে তোমার grammar, spelling কেমন হয়েছে। এটা ভালো জিনিস, দেখে নিতে পারো, কিন্তু আমরা এখন similarity বা প্লেজিয়ারিজমের জন্য যা চাইছি, সেটা আরও নিচে আছে।

৬. নিচের দিকে গেলে Similarity নামে একটা সেকশন দেখবে। সেখানে লেখা থাকবে Check similarity to online sources। এই অপশনটায় ক্লিক করো। একটু সময় নেবে, তারপর তোমার লেখাকে অনলাইনের বিভিন্ন পাবলিশড লেখা আর ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে দেখবে এবং শেষে কত শতাংশ similarity আছে, সেটা দেখিয়ে দেবে। এই শতাংশটাই তুমি মোটামুটি প্লেজিয়ারিজম স্কোর হিসেবে ধরতে পারো।

যদি তুমি নিজের ভাষায় লেখো, বেশি কপি–পেস্ট না করো, অন্যের লেখা ব্যবহার করলে ঠিকমতো রেফারেন্স দাও তাহলে এই ফ্রি অপশনই তোমার জন্য অনেক কাজে লাগবে। অন্তত খুব বেশি ঝুঁকিতে আছো কি না, সেটা বুঝে নেওয়ার জন্য এটা দারুণ একটা সহজ উপায়।

#PlagiarismCheck #MicrosoftWord #FreeTool #StudentLife #ThesisWriting #AssignmentTips #ResearchTips #BangladeshStudents #RonyMasud

Post a Comment

Previous Post Next Post