সঞ্চয়পত্র সুরক্ষিত আছে কিনা চেক করার নিয়ম

সঞ্চয়পত্র সুরক্ষিত আছে কিনা চেক করার নিয়ম

সম্প্রতি অন্যর সঞ্চয়পত্র ভেঙ্গে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার খবর নিশ্চয়ই শুনেছেন। এক্ষেত্রে ক্রেতার ফোনে কোন ম্যাসেজ যায়নি! আপনার সঞ্চয়পত্র সুরক্ষিত আছে কিনা নিয়মিত চেক করুন

সঞ্চয়পত্র সুরক্ষিত আছে কিনা তা অনলাইনে জাতীয় সঞ্চয় ব্যুরোর ওয়েবসাইট এর মাধ্যমে চেক করা যায়। এর জন্য ওয়েবসাইটে গিয়ে আপনার এনআইডি/পাসপোর্ট বা টিআইএন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। 

অনলাইনে চেক করার পদ্ধতি:

প্রথমে এই ওয়েবসাইটে যান: https://nsd.finance.gov.bd/selfreport/

এই লিংকে ঢুকে আপনার সমস্ত এক্টিভ সঞ্চয়পত্রগুলোর তথ্য দেখতে পারবেন

প্রথম বক্সে আপনার জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট অথবা টিআইএন (TIN) নম্বর লিখুন।

দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ উল্লেখ করুন।

তৃতীয় বক্সে আপনার মোবাইল নম্বরটি দিন।

সবশেষে, দেখানো ক্যাপচাটি পূরণ করে 'সাইন ইন' বাটনে ক্লিক করুন। 

এই ধাপগুলো অনুসরণ করলে আপনি আপনার সঞ্চয়পত্রের অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post