যে ১০টি প্রশ্ন না করে দোকান থেকে রূপা কিনলে ঠকবেন

যে ১০টি প্রশ্ন না করে দোকান থেকে রূপা কিনলে ঠকবেন

১) ভাই, রূপার পিউরিটি কত? ৯২৫ না ৯০০ না ৮৫০?

= শুধু “খাঁটি” বললে বিশ্বাস করবেন না। সংখ্যা না বললে দোকান থেকে চম্পট দেন। একজন প্রকৃত ব্যবসায়ী নাম্বার বুঝে। টাকলা ব্যবসায়ীরা "খাটি" "চান্দি" বলেই খেল খতম করে দিবে। 

২) রূপায় কোথায় স্ট্যাম্প/মার্ক আছে? আমাকে দেখান।

= খাঁটি রূপায় সাধারণত 925 / 900 / 999 লেখা থাকে।

স্ট্যাম্প না দেখালে সন্দেহ ধরেন, কথা ঘুরালে আপনিও ঘুরে যান। 

৩) এই রূপা কোথা থেকে আসে? মানে সাপ্লাই। 

= ভালো দোকান সরাসরি সোর্স বলে দিতে পারে (যেমনঃ চট্টগ্রাম গোল্ড ঘাট, নওয়াবপুর সিলভার মার্কেট, দুবাই সাপ্লাই ইত্যাদি)

নকল সেলার বলবে - আপনাকে মার্কেট সোর্স দিতে চাইবে না বা বলতে পারবে না। 

৪) ওজন কি ডিজিটাল স্কেলে মাপেন নাকি  দাড়িপাল্লায়?

= ডিজিটাল স্কেল ছাড়া রূপা মানে ফাঁকিবাজি। 

৫) ভাই, যদি আমি ৬ মাস / ১ বছর পরে বিক্রি করতে আসি — কত % কম নিবেন? ক্যাশমেমোতে লিখে দেন।

= এই প্রশ্ন খাঁটি দোকানদারের সাথে ট্রাস্ট লক করে। বাটপারেরা বলবে লেখা দরকার নাই, এলেই নিবে। বহু ভুজুং ভাজুং দেয়। 

৬) সিলভার কালার চেঞ্জ হলে কি আপনার সার্ভিস ফ্রি?

= খাঁটি সেলার বলবে " পলিশ, ক্লিনিং  ফ্রি"  অথবা একটা অর্থের বিনিময়ে করে দিবে। 

নকল সেলার, "আস্থাভাজন উত্তর দিবে না"। 

৭) চেইন/আংটির ভেতরের জোড়া/সোল্ডার কি রূপা নাকি মিক্স ধাতু?

= অনেকেই খাঁটি রূপা বলে, কিন্তু জোড়া টা তামা ব্যবহার করে।

এই প্রশ্ন শোনার পর দোকানদার চোখ এদিক সেদিক করলে বাকিটা বুঝে নেন। 

৮) ভাই, একটু অ্যাসিড টেস্ট দেখাইতে পারেন?

= 15 সেকেন্ডের কাজ। এক্সকিউজ, এখন ব্যস্ত, আমাদের সার্টিফিকেট করা, টাইপ বক্তৃতা দিলে চলে আসুন। 

৯) আমি ভিডিও করে রাখতে পারি তো? (ওজন + স্ট্যাম্প + রসিদ)

=  আসল দোকানদার বলবে  “করেন ভাই, সমস্যা নাই”

নকল সেলার বলবে ভিডিওর নিয়ম নাই, মালিক রাগ করে। মানে আপনাকে রেকর্ড রাখতে দিবে না। 

১০) রসিদে লিখে দেন — ক্যারেট, ওজন, মূল্য, ফেরত নীতি।

= অল্প কিছু তথ্য লিখা থাকে। কিছু মুখে মুখে বলবে। একদম কাগজে লিখিত নিবেন।

এই প্রশ্নগুলির ঠিকঠাক জবাব পেলে সেই দোকান থেকে সিলভার বা রূপা ক্রয় করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post