ফাঁসি দিলে মানুষের মৃত্যু কিভাবে হয়?

ফাঁসি দিলে মানুষের মৃত্যু কিভাবে হয়?

ফাঁসি দিলে এমন কিছু শারীরিক পরিস্থিতির সৃষ্টি হয় যার কারণে মানুষ মারা যায়। সেগুলো হচ্ছেঃ

১) ঘাড়ের হাড় (C2 vertebra) ক্ষতিগ্রস্ত হওয়া

– ফাঁসিতে ঝোলার সময় দ্বিতীয় সারভাইকাল ভার্টিব্রা (C2) ভেঙে বা সরে গিয়ে মেডুলা অবলংগাটায় চাপ দেয়, যা শ্বাস, হৃদস্পন্দনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে না।  তাৎক্ষণিক অজ্ঞান → দ্রুত মৃত্যু।

২) ক্যারোটিড আর্টারি চাপে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়, ফলে দ্রুত সেরিব্রাল হাইপোক্সিয়া হয়ে মস্তিষ্কের কোষ মারা যায়।

৩) এয়ারওয়ে বন্ধ হয়ে শ্বাসরোধ

– ঘাড়ের অস্বাভাবিক অবস্থান ও দড়ির চাপে শ্বাসনালী চেপে যায়, ফলে বাতাস প্রবেশ করতে পারে না।

৪) সারভাইকাল ফ্র্যাকচার (ঘাড় ভেঙে যাওয়া)

– হঠাৎ ধাক্কা বা টান লাগলে ঘাড়ের হাড় ভেঙে স্পাইনাল কর্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

৫) ক্যারোটিড সাইনাসে চাপ পড়ে হার্ট বন্ধ হয়ে যাওয়া

– দড়ির চাপে ক্যারোটিড সাইনাস উত্তেজিত হলে হৃদস্পন্দন হঠাৎ কমে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।

তাহলে এত মেকানিজম একসাথে কাজ করে কি?

না — একসাথে সাধারণত কাজ করে না।

▪️Judicial hanging → cervical fracture প্রাধান্য পায়

 ▪️Suicide hanging → vascular obstruction + carotid sinus reflex বেশি হয়

▪️ Airway obstruction → অনেক ক্ষেত্রে secondary mechanism

Post a Comment

Previous Post Next Post