ফাঁসি দিলে এমন কিছু শারীরিক পরিস্থিতির সৃষ্টি হয় যার কারণে মানুষ মারা যায়। সেগুলো হচ্ছেঃ
১) ঘাড়ের হাড় (C2 vertebra) ক্ষতিগ্রস্ত হওয়া
২) ক্যারোটিড আর্টারি চাপে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়, ফলে দ্রুত সেরিব্রাল হাইপোক্সিয়া হয়ে মস্তিষ্কের কোষ মারা যায়।
৩) এয়ারওয়ে বন্ধ হয়ে শ্বাসরোধ
– ঘাড়ের অস্বাভাবিক অবস্থান ও দড়ির চাপে শ্বাসনালী চেপে যায়, ফলে বাতাস প্রবেশ করতে পারে না।
৪) সারভাইকাল ফ্র্যাকচার (ঘাড় ভেঙে যাওয়া)
– হঠাৎ ধাক্কা বা টান লাগলে ঘাড়ের হাড় ভেঙে স্পাইনাল কর্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৫) ক্যারোটিড সাইনাসে চাপ পড়ে হার্ট বন্ধ হয়ে যাওয়া
– দড়ির চাপে ক্যারোটিড সাইনাস উত্তেজিত হলে হৃদস্পন্দন হঠাৎ কমে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।
তাহলে এত মেকানিজম একসাথে কাজ করে কি?
না — একসাথে সাধারণত কাজ করে না।
▪️Judicial hanging → cervical fracture প্রাধান্য পায়
▪️Suicide hanging → vascular obstruction + carotid sinus reflex বেশি হয়
▪️ Airway obstruction → অনেক ক্ষেত্রে secondary mechanism