গরম শেষ মানেই এসি বন্ধ নয় বরং এখনই সময় একটু যত্ন নেওয়ার!

যেসব যত্নে ভালো থাকবে এসি
যেসব যত্নে ভালো থাকবে এসি 

একটু অবহেলায় পরের গরমে ঠান্ডা হাওয়ার বদলে ঝামেলা পেতে পারেন।

গরম শেষের পথে — এখনই এসি রক্ষণাবেক্ষণের সঠিক সময়!

গরমের মৌসুমে সারাদিন চলা এসিটা এখন একটু বিশ্রাম চায়। কিন্তু ঠিকভাবে যত্ন না নিলে পরের গরমে এসি চালু করেই বিপাকে পড়তে পারেন।

তাই এখনই করুন এই কয়েকটি দরকারি কাজ—

1. ফিল্টার পরিষ্কার করুন

– প্রতি ১৫ দিন অন্তর পরিষ্কার করা ভালো, তবে মৌসুম শেষে একবার ভালোভাবে ধুয়ে শুকিয়ে লাগিয়ে দিন।

– ধুলাবালু জমে থাকলে ঠান্ডা কমে যায় এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়।

2. আউটডোর ইউনিট ঝাড়ুন ও ধুলামুক্ত রাখুন

– বাইরের ইউনিটে পাতা বা ধুলো জমলে কম্প্রেসার গরম হয়ে যায়।

– প্রয়োজনে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হালকা করে পরিষ্কার করুন।

3. ড্রেন পাইপ চেক করুন

– পানির নিষ্কাশন ঠিক আছে কিনা দেখুন। বন্ধ হয়ে গেলে লিক হতে পারে বা পানি জমে দুর্গন্ধ হতে পারে।

4. রেফ্রিজারেন্ট লেভেল টেস্ট করান

– ঠান্ডা কম মনে হলে সার্ভিসম্যান দিয়ে একবার গ্যাস প্রেসার চেক করান।

5. ইলেকট্রিক কানেকশন ও রিমোট চেক করুন

– তার ও প্লাগ ঠিক আছে কিনা, রিমোটে ব্যাটারি পরিবর্তন প্রয়োজন কিনা দেখে নিন।

6. কাভার দিন যদি অফ রাখেন

– সারাদিন বন্ধ থাকলে এসির ওপর কভার দিন। এতে ধুলা ও পোকামাকড় ঢুকবে না।

মনে রাখুন:

একটা মৌসুম শেষে সামান্য যত্নই পরের মৌসুমে বড় খরচ থেকে বাঁচাবে।

Post a Comment

Previous Post Next Post