সিঙ্গেল ব্লেড রেজর ব্যবহারের কারণ:
১. একটা স্ট্রোকে মাল্টি ব্লেড স্কিন কনট্যাক্টে বেশি আসে। পিউবিক এরিয়ার স্কিন এমনিতেই সেনসিটিভ। খুব ধারালো সিঙ্গেল ব্লেডে এক থেকে দুই স্ট্রোকেই লোম ক্লিন হয়ে যায়। মাল্টি ব্লেডে যেখানে এক স্ট্রোকে অনেকবার স্কিন ফ্রিকশান হয়।
২. মাল্টি ব্লেড রেজরের কাজের প্রসেস জানলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। এই রেজরের প্রথম ব্লেড লোম একটু উঁচু করে, পরের ব্লেডগুলো এই লোমটাকে স্কিন সারফেসের চেয়ে কিছুটা নিচে কাটে। এতে করে এই লোমটা যখন বড় হয়, তখন অনেক সময় বেঁকে গিয়ে স্কিন সারফেসের ভেতরে ঢুকে যায় আর পেইনফুল বাম্পসহ ইনগ্রোন হেয়ার তৈরি করে।
সিঙ্গেল ব্লেড রেজর লোমকে কাটে স্কিন সারফেসে, এই রিস্ক তখন মিনিমাইজ হয়ে যায়।
৩. ২০২২ সালে তিন মাস ব্যাপী করা একটা ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে, রেজর বার্ন, স্কিন ইরিটেশান এবং ইনগ্রোন হেয়ার যাদের বেশি হয়, ব্লেডের সংখ্যা কমলে তাদের এইসব ইস্যু কমে আসে।
৪. ইভেন Gillete এর মতো পপুলার শেইভিং ব্র্যান্ড তাদের সাইটে সিঙ্গেল ব্লেড রেজর সাজেস্ট করে মাল্টি ব্লেড রেজর ইউজের চেয়ে। যদিও মাল্টি ব্লেড রেজরের প্রাইস সিঙ্গেল ব্লেডের চেয়ে বেশি এবং জিলেটের ভেনাস মাল্টি ব্লেড রেজর অনেক ফেমাস পিউবিক এরিয়ার জন্য, তবু তারা ভেনাসের সিঙ্গেল ব্লেড ভার্সান কিনতে রেকমেন্ড করে।