কিভাবে সস্তায় এয়ার টিকেট কাটবেন?

কিভাবে সস্তায় এয়ার টিকেট কাটবেন?

যদি আপনার ট্রাভেল ডেট ফ্লেক্সিবল হয়, তাহলে প্রথমেই google flights (google.com/travel/flights) এ ঢুকে আপনার origin city টাইপ করে সার্চ করবেন। এক্ষেত্রে destination খালি রাখবেন এবং ট্রাভেল ডেট খালি রাখবেন! এরপর সুবিধামত গন্তব্য সহ আশেপাশের এয়ারপোর্টের ফেয়ার দেখতে পাবেন! আপনি চাইলে স্পেসিফিক মাসও সিলেক্ট করে দিতে পারবেন!

এই সার্চ ইঞ্জিনের সবচেয়ে ভালো দিক হচ্ছে, এখানে অনেক আইটেনারি এবং এয়ারলাইন্স আসে যা অনেক সময় অন্যান্য সার্চ ইঞ্জিনে আসে না!

এর সাথে আবার price history এবং price tracking alert অপশনও আছে! আপনি একটু দুরের ডেটের ফ্লাইটে alert on করে রাখলে প্রাইস চেঞ্জ হলে মেইল পাবেন! স্পেশালি মধ্যরাতের আশে পাশে প্রায়ই ফ্লাইটের দাম হটাৎ কমে আসে - সেই সুযোগ কাজে লাগাতে পারবেন!

আপনার সেকেন্ড বেস্ট ফ্রেন্ড হচ্ছে kiwi (kiwi.com). এর এপ, ওয়েবসাইট দুইটাই আছে!

এটার বিশেষত্ব হচ্ছে এটাতে স্পেসিফিক ডেটরেঞ্জ সিলেক্ট করে দেয়া যায়, যা অন্য সাইটে পাই নি! এমনকি আপনি কোন ডেট না দিলেও চলে - সেক্ষেত্রে লোয়েস্ট ফেয়ার খুজে দিবে!

আপনি চাইলে উল্লেখ করে দিতে পারবেন আনুমানিক কতদিনের ট্যুর - সে অনুযায়ী আপনাকে রিটার্ন ফ্লাইট খুজে দিবে!

এখানে একই সাথে মাল্টিপল ডেস্টিনেশন এয়ারপোর্ট সিলেক্ট করা যায়!

ধরুন, আপনি ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ক্রিসমাসের আশে পাশে সময়ে! ফিরবেন হয়ত ১২-১৩ দিন পরে! এপে আপনি abu dhabi, dubai, sharjah একসাথে সিলেক্ট করে দিবেন! ফ্লাইট ডেট এর একটা রেঞ্জ দিয়ে দিবেন (২২-২৮) আর অবস্থানকাল (১২-১৩ দিন) উল্লেখ করে দিবেন! আপনাকে সবগুলি এয়ারপোর্ট মিলে চিপেস্ট অপশনগুলি দেখাবে!

প্রসংগত উল্লেখ্য যে kiwi তে দাম কিছুটা বেশি থাকে তবে সার্চ ইঞ্জিন হিসেবে অতুলনীয়!

এখন উপরের দুই সাইট থেকে আপনার পছন্দের ফ্লাইট আইটেনারি খুজে পেলে, এবার বুকিং এর পালা!

প্রথমেই চেক করবেন লোকাল ওয়েবসাইট গুলিতে (sharetrip, gozayyan, firsttrip) - এগুলিতে বিভিন্ন ব্যাংকের কার্ডে ডিস্কাউন্ট থাকে!

এরপর চলে যাবেন trip.com এ! এখানে সেম ফ্লাইটটা চেক করবেন! প্রায়ই দেখা যায় লোকাল সাইটের চেয়ে এখানে কমে পাওয়া যায়!

trip.com এর স্পেশাল সুবিধা হচ্ছে এখানে ৩০০ ডলার+ পে করা খুব সহজ! এদের সাইটে গিফট কার্ড পাওয়া যায়! আপনি যেকেওন এমাউন্টের গিফট কার্ড কিনতে পারবেন! বুকিং ৩০০ ডলারের বেশি হলে কয়েকটি গিফট কার্ড কিনে তা দিয়ে বুকিং এর পেমেন্ট করতে পারবেন!

trip এর একটা অসাধারণ দিক হচ্ছে আপনি এখানে একই টিকেটের মাল্টিপল পলিসি পাবেন (ব্যাগেজ, ক্যান্সেলেশন ইত্যাদি)।

রিসেন্টলি আমার নিজের জন্য china southern এ রিটার্ন টিকেট কাটতে গিয়ে দেখি sharetrip এ non-refundable টিকেট প্রায় ৪৫কে আর trip এ refundable, free change টিকেট ৪৭কে! এই সুবিধাটা দেশি সাইটে নাই বললেই চলে! gozayyan সম্প্রতি কিছুটা এনেছে এই ফিচার কিন্ত পুরোপুরি নয়!

**Trip, kiwi এগুলি টিকেট কাটার সময় অবশ্যি চেক করে নিবেন transit কোথায়? transfer policy কি? skiplagged (hidden city) ফ্লাইট কিনা?

কারণ এধরণের টিকেট এর ক্ষেত্রে ভিসা জটিলতা দেখা দিতে পারে! আরেকদিন ভিন্ন পোস্টে এই ট্রিক্সগুলি শেয়ার করব!

আশা করি, এখন থেকে নিজে নিজেই সকল বুকিং করতে পারবেন কারো সহযোগীতা ছাড়াই! নিজের সব কিছু নিজে করা huge self-empowering.

তো এখন তো মাছ ধরাই শিখিয়ে দিলাম, আশা করি আর মাছ কিনে খেতে হবে না!

Post a Comment

Previous Post Next Post