সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনের লোকেশন জানুন

সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনের লোকেশন জানুন

আপনারা জেনে অবাক হবেন যে, আমাদের দেশে বুয়েটের কিছু কৃতি শিক্ষার্থীদের অবদানে প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে দেশের সকল আন্তঃনগর ট্রেনের লোকেশন জানার এপ্স।

BD Train Tracker নামের এই Apps টি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সবাই। সেখান থেকে Apps টি ডাউনলোড করে সরাসরি দেখতে পাবেন। দরকার পরবে না কোনো একাউন্ট খোলার। সেখান থেকে Search Train অফশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ট্রেনের নাম বা কোড নাম্বার বসিয়ে ট্রেনের লোকেশন সম্পূর্ণ ফ্রি ভাবে দেখতে পাবেন আপনারা।

অ্যাপস টি ব্যবহার করে আপনার যা পাবেন

  • রিয়েল-টাইম ট্রেন আপডেট
  • নির্ভুল সময়সূচী ও রুট তথ্য
  • সহজ ও ব্যবহারবান্ধব ইন্টারফেস
  • ট্রেনটি এই মুহূর্তে কত কিলোমিটার স্পিডে চলছে এবং গন্তব্য স্টেশন থেকে কত কিমি দূরত্বে আছে

শুধু তাই নয়। কেউ যদি যাত্রার সময় ট্রেনে অবস্থান করা অবস্থায় এবং অ্যাপসটি ওপেন করে, ট্রেনের লোকেশন অপশনে গিয়ে I am Inside The Train এই অপশনে ক্লিক করে, তাহলে সেই ব্যক্তির লোকেশন থেকে এই অ্যাপসটি আমাদের ১০০% সঠিক ভাবে ট্রেনের লোকেশন দেখাতে সাহায্য করবে। 

Post a Comment

Previous Post Next Post