পরিবার সঞ্চয়পত্রের ফর্ম পূরণ করবেন যেভাবে

পরিবার সঞ্চয়পত্রের ফর্ম পূরণ করবেন যেভাবে

অনেকেই সঞ্চয়পত্র ক্রয়ের ফর্ম লিখতে কনফিউশানে ভোগেন।।আজকের পোস্টে আলোচনা করবো পরিবার সঞ্চয়পত্রের ফর্ম পূরণ নিয়ে।

পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের জন্য যা যা দরকার

  1. গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি
  2. নমিনীর এনআইডি কার্ডের ফটোকপি, নমিনীর বয়স ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন এর ফটোকপি এবং একজন লিগ্যাল গার্ডিয়ান এর এনআইডি কার্ডের ফটোকপি 
  3. প্রত্যেকের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি।।প্রত্যেকে তার ছবির পিছনে নাম লিখে দিবে।।গ্রাহক নমিনীর নাম ভেরিফাই করে তার স্বাক্ষর করে দিবে।
  4. গ্রাহকের চেকের পাতা একটি।।।
  5. বর্তমান নিয়মে ১০ লাখের উপর হলে আয়কর রিটার্ন ও টিন সার্টিফিকেট এর কপি

এবার আসি ফর্ম পূরণের দিকে।।শুরু থেকে শুরু করি।।

ফর্মের শুরুতে ক্রেতার তথ্য

ক) ক্রেতার নাম--এনআইডি অনুযায়ী 

খ) জন্মতারিখ --এনআইডি অনুসারে 

গ) জাতীয় পরিচয়পত্র নম্বর--এনআইডির নম্বর 

ঘ) মোবাইল নম্বর--এটা আপনার ব্যাংক হিসাবে থাকা নম্বরটি দিবেন

ঙ) টিন নম্বর---১০ লাখের উপরে গেলে লাগে তখন দিবেন

চ) ইমেইল --না থাকলে দেয়ার দরকার নেই

ছ) বর্তমান ঠিকানা--এনআইডির ঠিকানা বর্তমান ঠিকানা হলে সেটাই দিবেন।।আলাদা হলে তাই লিখবেন

জ) স্থায়ী ঠিকানা--বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হলে ঐ লিখে দেন।।

ঝ) ক্রেতার ধরন---যে যেটা সেটায় ঠিক দিন

পরিশোধ ও ব্যাংক সংক্রান্ত তথ্য--

ক) কত টাকার সঞ্চয়পত্র করবেন--- অংকের জায়গায় অংকে কথায় লেখার জায়গায় কথায় লিখুন

খ) পরিশোধের ধরন--- সাধারনত চেকে হয় সেক্ষেত্রে চেক নম্বর এটা চেকেই থাকে এবং চেকে যে তারিখ লিখেছেন সেটাই লিখবেন।।সঞ্চয়পত্র ক্রয়ের তারিখই চেকে হবে এমন কথা নেই।।চেকের তারিখ ৬ মাস পর্যন্ত বৈধতা থাকে।।ব্যাংক ও শাখার নামের জায়গায় ব্যাংক ও শাখার নাম লিখুন।।রাউটিং নম্বর-জানলে লিখুন না জানলে শুনে নিন বা ফাঁকা রেখে কর্মকর্তাকে লিখে দিতে বলবেন

গ) ব্যাংক হিসাবের বিবরন-

১) কোন ধরনের হিসাব সেটায় টিক দিন

২) ব্যাংক হিসাবের শিরোনাম -এটা আপনার নাম হবে।

৩) হিসাব নম্বর-এখানে হিসাব নম্বর লিখুন।।যেমন সোানালী ব্যাংকের হিসাব ১৩ সংখ্যার হয়

৪) ব্যাংক ও শাখার নাম-আপনার হিসাব যে শাখায় তার নাম ও শাখার নাম লিখুন

৫) রাউটিং-আপনার হিসাব যে শাখায় তার রাউটিং লিখুন।।না বুঝলে শুনে নিন

এখন প্রশ্ন শাখার নাম ও রাউটিং দুই জায়গায় কেনো।।কারণ এমন হতে পারে আপনার হিসাব ধরুন সোনালী ব্যাংকের বাগেরহাট শাখায় আর সঞ্চয়পত্র করতে গেছেন মোল্লাহাট শাখায়।।তাহলে প্রথম অংশের শাখার নাম ও রাউটিং হবে মোল্লাহাট শাখার আর দ্বিতীয় অংশের শাখা ও রাউটিং হবে আপনার হিসাব যে শাখায় মানে বাগেরহাট শাখার নাম ও রাউটিং।। একই শাখায় হিসাব ও সঞ্চয়পত্র করতে গেলে সিচরর অংশ লিখলেও চলে অথবা উপরে লিখে নিচে ঐ দিলেও চলে।।

নমিনির তথ্য--নমিনী একজন হলে নমিনী এক পূরণ করবেন ২ জন হলে নমিনী ১ ও ২ পূরণ করবেন।।নমিনী নাবালক হলে নমিনী ১ এ নমিনির তথ্য নমিনী ২ এ প্রত্যয়নকারী/অভিভাবকের তথ্য লিখবেন।।সেক্ষেত্রে নমিনী -২ এর উপরে কলমে অভিভাবক /প্রত্যয়নকারী লিখবেন

ক)নমিনীর নাম-- এনআইডি অথবা জন্ম নিবন্ধন হলে সে অনুযায়ী 

খ)এনআইডি /জন্ম নিবন্ধন নম্বর--একইভাবে যার যেটা আছে।।

গ) জন্মতারিখ --এনআইডি বা জন্মনিবন্ধন অনুযায়ী 

ঘ) বর্তমান ঠিকানা-- ক্রেতার অংশে যেমন বলেছি তেমনই

ঙ) স্থায়ী ঠিকানা--ক্রেতার অংশের মত

চ) মোবাইল নম্বর-- দিতেই হবে।।যদি নাবালক নমিনী  হয় তাহলে ক্রেতার নম্বরই লিখে দিবেন

ছ) সম্পর্ক -- ক্রেতার সাথে নমিনীর সম্পর্ক লিখবেন।।যেমন-স্বামী স্ত্রী,মা ছেলে এরকম আরকি।।নমিনী না-বালক হলে প্রত্যয়নকারীর অংশের সম্পর্ক নমিনীর সাথে যে সম্পর্ক তাই লিখবেন

জ) প্রাপ্যতার হার-- একজন নমিনী হলে ১০০%.দঁইজন হলে যাকে যতটুকু দিবেন--৫০%-৫০% বা কমবেশী দিলে উল্লেখ করতে হবে।।তবে নাবালক নমিনী হলে প্রত্যয়নকারী/অভিভাবকের প্রাপ্যতার হার--ক্রস দিবেন।।কারণ এখানে নমিনী একাই তার লিগ্যাল অভিভাবক হিসেবে সে থাকবে শুধুমাত্র

এবার ঘোষনা ও অঙ্গিকার অংশে-- ক্রেতার ঘরে ক্রেতার স্বাক্ষর,নমিনীর ঘরে নমিনীর স্বাক্ষর।।নমিনী নাবালক হলে লিগ্যাল অভিভাবক নমিনী -১ বা ২ এর ঘরে অবশ্যই স্বাক্ষর করবে।।

প্রাপ্তি স্বীকার অংশে শুধু স্বাক্ষর করে দিবেন।।বাকিটুকু কর্মকর্তা পূরণ করে স্বাক্ষর /ফরমালিটিজ পূরণ করে দিবে 

আশা করি আজকের পোস্টের পর সঞ্চয়পত্রের ফর্ম পূরণ আর কনফিউশান থাকবে না।।এক মিলিয়ন ভিউ হলে বাকি ফর্মগুলো নিয়ে লিখবো ধারাবাহিকভাবে 😁😁😁

Post a Comment

Previous Post Next Post