James Gunn এর Superman মুভি রিলিজ পেয়েছে আর রিলিজ পাওয়ার সাথেই পুরো সোশ্যাল মিডিয়া একদম Warzone হয়ে গিয়েছে। কে কার থেকে বেটার করেছে তা নিয়ে। Snyder Fans বা Snyder bots জেমস গানের ফ্যানদের উপর কাদা ছুড়ছে আর তারাও Snyder Fans দের উপর কাদা ছুড়ছে।
দেখেন, একটা মুভির ভালো লাগা আমি তো আর সেট করতে পারি না, কারণ এটা subjective, যার যেই মুভি ভালো লাগবে লাগুক, কিন্তু factual information কে ভুলভাবে বলা এটা নিয়ে মনে হয় আমার কথা বলা উচিত।
এখন অনেকে এই প্রশ্ন করেন যে, কোন সুপারম্যান বেটার বা খারাপ? এই সুপারম্যান ভালো না, এই সুপারম্যান খ্যাত, ২/১০। বরং প্রশ্ন এমন হওয়া উচিত যে, কোন সুপারম্যান কোন সময়ের জন্যে কোন সুপারম্যান গুরুত্বপূর্ণ। তো আসুন এটা নিয়েই আমি কথা বলি। কারণ এই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে মুভি, সুপারহিরো আর ডিসি কমিউনিটিতে এই ডিবেট এতো ম্যাসিভ পর্যায়ে চলে গিয়েছে যে, দেখার মতো না, Bashing is everywhere। কেউ কাউকেই ছাড়ছে না।
এবার একটু ইতিহাসে যাই সুপারম্যানের, যখন ১৯৩৮ সালে একশন কমিক্স রিলিজ পায়, তখন Superman was a social crusader যে কিনা, বিভিন্ন corrupt politician আর businessmen দেরকে ছাদের মধ্যে ঝুলায়া রাখে। এখন আপনার মাথায় এই প্রশ্ন আসছে যে এটা তো Henry Cavill এর সুপারম্যান easily করতে পারবে, কিন্তু David Corenswet কি তা পারবে? কিন্তু না, এরপর আসে ১৯৫০ এর দিকে Silver age এর সুপারম্যান আসে যেখানে Superman কে একদম blue boy scout বানিয়ে দেয়। আর David Corenswet এর সুপারম্যান ঠিক এই কমিকের থেকেই অনুপ্রাণিত হয়ে with modern comic book touch দিয়েই এই মুভি বানিয়েছে জেমস গান। কমিক আরো আসতে থাকে like Kingdom Come, Crisis on the Infinite Earth, Red Son Superman আর All Star Superman। জেমস গান All star Superman এর থেকেও এই লেটেস্ট মুভির ইনস্পিরেশন নিয়েছে। এই সুপারম্যান আমাদের মধ্যে থাকা মনুষ্যত্ব এর একটি প্রতিচ্ছবি।
এবার আসি Henry Cavill এবং Zack Snyder এর সুপারম্যানের কথায়, এই সুপারম্যানের মূল inspiration হচ্ছে জনপ্রিয় জার্মান দার্শনিক বা philosopher ফ্রেডরিক নিচ্যা (Friedrich Nietzsche), যার সাদা কালো ছবি আমি এই কোলাজের মধ্যে দিয়েছি, আর আপনারা তার বই অনেকেই পড়েছেন। তার একটি বই যার নাম হলো Thus Spoke Zarathustra। এই বইতে একটি কনসেপ্ট আর একটি Term রয়েছে Ubermensch বা উবারমেনশ নামে। যেটার ইংরেজি গিয়ে দাঁড়ায়, Overman বা Superman। এই concept এর main জিনিস হচ্ছে, তিনি হচ্ছেন এমন একজন মানুষ, যিনি human moral কোড ফলো করেন না যিনি একাই নিজের সিদ্ধান্ত নেয়। মানে মোট কথা সে Humanity আর Morality কে ফলো করেই না। এটা ছাড়াও Zack Snyder ১৯৮৬ সালে Superman Reboot যেটা John Biehn এর লেখা কমিক্স এর Struggling with Identity আর Kingdom Come এর থেকে পৃথিবী সকল কিছু থেকে ক্লান্ত আর যে কিনা Loneliness এর মধ্যে থাকছে। Zack Snyder এর সুপারম্যান আমাদের দেখিয়েছে, কি হবে যখন God মানুষের মধ্যে থাকতে শুরু করে যেটা existential crisis। এরপর Man of Steel মুভিতে আমরা দেখি যে সুপারম্যান General Zod কে একদম মেরে ফেলে, যেটাকে সবাই কমিক একিউরেট না বলে বেড়াচ্ছে। কিন্তু কমিকে এটা আসলেই হয়েছে তাও আবার ১৯৮৮ সালে।
এই দুই এপ্রোচ বা spectrum কমিক বুকে exist করে, এই চরিত্র আজ থেকে প্রায় ৮৫ বছর আগে লিখেছিলো আর এটা generation by generation এডাপ্ট হয়েছে। কোন ভার্সনের সুপারম্যানই definitive বা benchmarked সুপারম্যান নয়। সব Superman ই তাদের দিক থেকে সেরা। যদি কমিকেই variation থাকে, আমরা কেনো একেক সুপারম্যান নিয়ে ঝগড়া করছি?
দুই সুপার দুই ধরনের audience কে cater করে, কারণ দুইটার ideology ভিন্ন। Zack Snyder এর Superman cater করে একদম philosophically চিন্তা করতে পছন্দ করে সবকিছু। যেটা বাচ্চাদের ভালো নাই লাগতে পারে। কিন্তু James Gunn এর Superman সবাইকেই মাথায় রেখে এই মুভি করেছে আর নতুন DCU এর জন্ম দিয়েছে।
So, end this debate, দুই সুপারম্যানকে সম্মান করুন, Zack Snyder এর সুপারম্যানকেও আর James Gunn এর সুপারম্যানকেও। In the end, none of these arguments, fights don't matter, man। Enjoy every Superhero movie।